• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬

সালেক খোকনের নতুন বই ‘একাত্তরের গল্পগাথা’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩, ০৪:০৪ পিএম
সালেক খোকনের নতুন বই ‘একাত্তরের গল্পগাথা’

বেঙ্গল পাবলিকেশন্স প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ-গবেষক সালেক খোকনের নতুন বই ‘একাত্তরের গল্পগাথা’। 

তৃণমূলে মুক্তিযুদ্ধ নিয়ে এক যুগেরও বেশি সময় ধরে গবেষণা করছেন সালেক খোকন। তার রচিত ‘যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য’ বইটি ২০১৫ সালে মুক্তিযুদ্ধভিত্তিক মৌলিক গবেষণাগ্রন্থ হিসেবে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক’ পুরস্কার অর্জন করে।

একাত্তরের গল্পগাথা গ্রন্থে জানা যাবে, কী ছিল ২৫মার্চের ওয়ারল্যাস ম্যাসেজে, পিতৃহন্তারক এক গেরিলার কথা, কার রক্তে রঞ্জিত হয় কোরআন শরিফটি, একাত্তরে কার অস্ত্র ছিল ক্যামেরা, হনুমান কোম্পানির বীরত্ব, কারা হেঁটেছিলেন—বাংলাদেশ টু দিল্লি, কর্নেল তাহেরের মায়ের যুদ্ধটি কেমন ছিল, কীভাবে এলো আত্মসমর্পণের সেই টেবিলটি, গণহত্যার রাতে কী ঘটেছিল ফজলুল হক হলে, কে একাত্তরে মানুষকে ‘বিবিসি’ শোনাতেন, গ্রামের নাম কেন আরশাদগঞ্জ, স্বাধীনতার জন্য কারা ফুটবল খেলেছিলেন, কী ঘটেছিল আলমডাঙ্গায়, আলব্দী গ্রামে কারা গণহত্যা চালিয়েছিল—একাত্তরের এমন নানা প্রসঙ্গ। গ্রন্থভুক্ত রচনায় উল্লেখিত ছোট ছোট জানা-অজানা ঘটনাগুলোই মুক্তিযুদ্ধের জীবন্ত ইতিহাস, যা তুলে ধরা হয়েছে একাধিক দুর্লভ আলোকচিত্রসহ।

বইটি সম্পর্কে বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী জানান, মুক্তিযুদ্ধ যেমন জাতীয় জীবনে মহৎ ঘটনা, ব্যক্তিজীবনেও তার বিস্তৃতি, অভিজ্ঞতা ও অনুভূতির সঞ্চার কম নয়। সালেক খোকন তার অনুসন্ধিৎসা ও ইতিহাস-প্রীতি থেকে সে-সময়ের নানা লুকিয়ে থাকা গল্প ও ঘটনা একাত্তরের গল্পগাথা বইয়ে উপস্থাপন করেছেন। প্রকাশক হিসেবে বইটি পাঠকের কাছে তুলে ধরতে পেরে আমরা আনন্দিত। নতুন এই গ্রন্থে একাত্তরে সাধারণ মানুষ ও বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ নানা ঘটনা সরলগদ্যে আলোকচিত্রসহ তুলে ধরা হয়েছে ত্রিশটি শিরোনামে, যা যে কোনো পাঠককে সচেতন-ভাবেই নিয়ে যাবে একাত্তরের গহিনে। আশা করি নানা স্তরে, বৈচিত্র্যে ও মাত্রায়  মুক্তিযুদ্ধ-পাঠে সালেক খোকন রচিত গবেষণাধর্মী নতুন এ বইটি সহায়ক হবে।

বইটির প্রচ্ছদ করেছেন গোলাম ফারুক স্বপন। ১৬৪ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৪৫০ টাকা। পাওয়া যাচ্ছে বেঙ্গল বইসহ সারা দেশের বই বিপনিতে।

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!