• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

মঞ্চে ফেরার পরে


রাহুল ঘোষ
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১, ০১:৩৯ পিএম
মঞ্চে ফেরার পরে

মঞ্চে ফেরার পরে দেখি, খুব একটা বদলায়নি কিছু।
মহড়াকক্ষে এখনও চলছে কৌশলী কর্মশালা,
মুক্ত-কারাগারে কিছুটা বন্দিনী কাঙ্ক্ষিত মুখ;
শুধু কিছু ডাক হারিয়ে গেছে সময়ের শূন্যতায়!

মঞ্চে ফেরার পরে দেখি, কাছে-দূরে ধূসর নাটুয়াপাড়া, 
প্রতিদিন মুখোশ উৎপাদনকারী অজস্র বিষফুল  
এখনও ঘিরে আছে, বোঝা ও না-বোঝার কিনারায়।

মঞ্চে ফেরার পরে দেখি, শব্দ এখনও তোমার সঞ্জীবনী; 
শুধু কিছু শব্দ নিষিদ্ধ হয়ে গেছে উচ্চারণ থেকে!

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!