• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রূপচর্চার আগে যা খেয়াল রাখবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ০২:২৪ পিএম
রূপচর্চার আগে যা খেয়াল রাখবেন

ত্বক ও চুলের যত্নে রূপচর্চা করা হয়। বয়স বাড়লেই মানুষ রূপচর্চার উপর বেশি ঝুঁকে পড়ে। ত্বকের বলিরেখা, চুল পড়া বেড়ে যাওয়াসহ নানা সমস্যা ঘিরে ধরে। পরিচর্যা না করলে এসব সমস্যা আরও দ্রুত গতিতে বাড়ে। যদিও এখন অল্প বয়স থেকেই রূপচর্চায় সচেতন নারী-পুরুষরা। ঘরে হোক কিংবা পার্লারে গিয়ে যত্ন তো নিতেই হয়। তবে রূপচর্চা করা আগেও হতে হবে সচেতন। ত্বক ও চুলের রূপচর্চার আগে কিছু প্রস্তুতি নিতে হবে। এগুলোকে তৈরি করতে হবে। তবেই পরিচর্যার ফলাফল ভালো পাওয়া যাবে।

রূপচর্চার আগে যেসব বিষয়গুলো নজরে রাখবেন_

  • ত্বকের পরিচর্যা শুরুর আগেই খেয়াল রাখুন ব্রণ আছে কি না। ব্রণ থাকলে তা দূর করার প্রস্তুতি আগে নিন। ব্রণ সেরে উঠলে অন্যান্য রূপচর্চা শুরু করুন। মুখে ব্রণ থাকলে কোনো ফেসিয়াল করবেন না।
  • মাথার ত্বকে খুশকি থাকলে চুল পড়বেই। তাই খুশকি দূর করে এরপরই পরিচর্যা করবেন। খুশকি নিরোধক শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
  • ত্বকে কিছু লাগানোর আগে অয়েল ফ্রি ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। সম্পূর্ণ তেলমুক্ত করেই ফেসপ্যাক লাগান।
  • ম্যাসাজ ক্রিমের সঙ্গে কমলার রস মিশিয়ে নিতে পারেন। ফ্রুটস ফেসিয়ালের কাজ করবে।
  • ত্বকের মাস্কে ব্য বেসন, ময়দা, চন্দনের গুঁড়া, কমলার রস, আঙুরের রস ও পাকা পেঁপের পেস্ট ব্যবহার করতে পারেন।
  • ত্বক ও চুল পরিচর্যায় সময় লাগে। কখনোই তাড়াহুড়ো করবেন না। ঘরোয়াভাবে পরিচর্যার সময়  টাটকা সবজি ও ফল ব্যবহারের চেষ্টা করুন।
  • পরিচর্যা শুধু মুখ বা চুলের হলেই হবে না। গলা, ঘাড়, হাত ও পায়ের পরিচর্যাও সমান জরুরি। প্রতিদিন রাতে গ্লিসারিন, গোলাপজল মিশিয়ে মেখে নিতে পারেন।
  • চুলে তেল থাকলে কোনো হেয়ার প্যাকই ঠিকমতো বসবে না। চুলে প্যাক লাগানোর আগে অবশ্যই ভালোভাবে শ্যাম্পু করে নিতে হবে।
  • বাজারের কেনা প্রসাধনী কতটা ভালো তা দেখে কিনবেন। আপনার ত্বক ও চুলের জন্য এটি মানানসই হবে কিনা তা যাচাই করেই ব্যবহার করবেন। যেসব প্রসাধনী ত্বক ও চুলের সঙ্গে মানানসই হবে না তাত্ক্ষণিক তা বাদ দিন।
  • একসঙ্গে অনেককিছু ব্যবহার করবেন না। ত্বক ও চুলের সমস্যা নির্ধারণ করুন। সেই অনুযায়ী পরিচর্যা শুরু করবেন। 
Link copied!