• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

ত্বকে নারকেল তেল কেন ব্যবহার করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৩, ০১:৫৪ পিএম
ত্বকে নারকেল তেল কেন ব্যবহার করবেন
নারকেল তেল ত্বকে প্রতিরক্ষামূলক কাজ করে । ছবি : সংগৃহীত

রূপচর্চায় নানান ভেষজ উপাদানের ওপর ভরসা রাখি আমরা। তার মধ্যে নারকেল তেল অন্যতম। তবে চুলের পরিচর্চায় বেশি ব্যবহার করা হলেও ত্বকের যত্নে এই তেল কতটা উপকারী এটি অনেকেই জানি না। ময়েশ্চারাইজিং ক্ষমতা, প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য এবং ধুলা-ময়লা থেকে ত্বককে রক্ষা করার জন্য এই তেলের জুড়ি নেই। ত্বকের যত্নে নারকেল তেল কেন ব্যবহার করবেন জেনে নিন।

  • নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিডটি নারকেল তেলের অন্যতম প্রধান উপাদান। এটি ত্বকের ছিদ্রের গভীরে প্রবেশ করে ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে ধ্বংস করে। এবং ত্বকে  প্রদাহ বা জ্বালা কমিয়ে দেয়। 
  • নারকেল তেলের অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য ত্বককে নানারকম ছত্রাক দ্বারা সংক্রমণ থেকেও রক্ষা করতে পারে।
  • নারকেল তেল একটি চমৎকার ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে ত্বকে। এটি ত্বকের শুষ্কতা দূর করে একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা তৈরি করতেও সহায়তা করে।  
  • রোদে পোড়া ত্বকের লালচেভাব কমাতে কার্যকরী।
  • ব্রণের ফোলাভাব কমাতেও সাহায্য করে এটি। 
  • নারকেল তেল সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে ত্বককে বাঁচায়। 
  • মেকআপ করার আগে এটি হাইলাইটার হিসেবে ব্যবহার করা যায়। 
  • এই তেল নিয়মিত ব্যবহার করলে ভুরু পাতলা হওয়া রোধ করবে। 
  • নাইট ক্রিমের পরিবর্তে রাতে ঘুমানোর আগে হালকা নারকেল তেল ব্যবহার করতে বলে থাকেন বিশেষজ্ঞরা।

 

Link copied!