কোরিয়ানরা কেন এত সুন্দর?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৬, ২০২৩, ০৩:১৬ পিএম
কোরিয়ানরা কেন এত সুন্দর?

জাতিগতভাবে হোক আর ভৌগলিক অবস্থানের কারণে হোক কোরিয়ানরা একটু বেশিই সুন্দর। বয়স বাড়লেও চেহারায় তার ছাপ পড়ে না কোরিয়ানদের। তাদের দিকে তাকালে আপনি চট করে কারও বয়স ধরতে পারবেন না। তাদের এই বয়স আটকে রাখা অর্থাৎ চেহারায় বয়সের ছাপ না পড়ার পেছনেও রয়েছে রহস্য। চলুন জেনে নেওয়া যাক-

নিয়মিত ত্বকের যত্ন
নিয়মিত ত্বকের যত্ন নেওয়ার বিকল্প নেই। এই কাজটি করেন কোরিয়ানরা। ক্লিনজিং, টোনিং, ময়েশ্চরাইজিং এর পাশাপাশি নিয়মিত ত্বকের ধরন বুঝে মাস্ক ব্যবহার করেন তারা। রাতে ঘুমাতে যাওয়ার বরাদ্দ রাখেন মিনিট পনেরো। সেইসঙ্গে সপ্তাহে এক-দুইবার স্ক্রাবিংও করেন। এতে ত্বক ভালো রাখা সহজ হয়।

প্রচুর পানি পান করা
কোরিয়ানরা নিয়মিত প্রচুর পানি পান করেন। আপনিও যদি নিয়ম মেনে পর্যাপ্ত পরিমাণ পানি পান করেন তবে পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন। বাইরে থেকে যতই ময়েশ্চারাইজার ব্যবহার করুন না কেন, শরীরে যদি ভেতর থেকে পানির ঘাটতি থাকে তাহলে লাভ হবে না। এ কারণেই কোরিয়ানরা নিয়মিত পর্যাপ্ত পানি পান করেন।

শরীরচর্চা
কোরিয়ানরা অলসতা পছন্দ করেন না। তারা বেশিরভাগই নিয়মিত শরীরচর্চা করে থাকেন। নিয়মিত কার্ডিও, ওয়েট ট্রেনিং ইত্যাদি করেন তারা। শুধু শরীর নয়, ত্বকের জন্যও উপকারী এসব ব্যায়াম। কারণ এই অভ্যাস রক্তের প্রবাহ বৃদ্ধি করে। যে কারণে ত্বক দেখতে আরও সুন্দর লাগে।

মেকআপ করার ধরন
কোরিয়ান নারীরা ভারী মেকআপ করেন না। তারা হালকা ধরনের মেকআপ পছন্দ করেন। কারণ তারা ত্বকের মূল রঙটাই তুলে ধরতে চান। ডে লুকের জন্য লিপস্টিক ন্যুড বা প্যাস্টেল শেড বেছে নেন। যে কারণে তাদের দেখতে আরও ন্যাচারাল লাগে।

ভালো মানের প্রসাধনী
প্রসাধনী পেলেই ব্যবহার করেন না কোরিয়ানরা। আগে সেটির মান যাচাই-বাছাই করে দেখে নেন। তারপর ব্যবহার করেন। প্রসাধনী ব্যবহারের আগে তাই সতর্ক হোন। সেটি আপনার ত্বকের জন্য উপযোগী কি না তা দেখে নিন। নয়তো ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিশেষ কিছু জিনিস
কিছু প্রোডাক্ট আছে যেগুলো কোরিয়ান বিউটি ভ্লগারদের বেশিরভাগ সময় ব্যবহার করতে দেখা যায়। সেসবে থাকে ভিটামিন-সি সিরাম, ত্বকের ধরন অনুযায়ী মাস্ক, পিম্পেল প্যাচ, ভালো মানের টোনার, স্ক্রাব ইত্যাদি। ত্বক ভালো রাখতে আপনিও এগুলো ব্যবহার করতে পারেন।

Link copied!