• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

বেনারসি কেনার সময় যে বিষয়গুলো মনে রাখবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩, ১২:৩০ পিএম
বেনারসি কেনার সময় যে বিষয়গুলো মনে রাখবেন

যুগ যুগ ধরে বেনারসির কথাই সবার আগে আসে মাথায়। যতরকম আধুনিক ডিজাইনের পোশাকই পড়া হোক না কেন বেনারসির আবেদন যেন শেষ হবার নয়। বিভিন্ন রকমের বেনারসি রয়েছে বাজারে। তবে বেনারসি কেনার আগে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। চলুন জেনে নিই কোন বিষয়গুলো মাথায় রাখলে ঠকতে হবে না-

  • বেনারসি শাড়ির ধরন এবং নকশায় অনেক বৈচিত্র রয়েছে। যেমন, কাতান বেনারসি, কোরা বেনারসি, জর্জেট বেনারসি, তানচোই বেনারসি ইত্যাদি। তাই বেনারসি কেনার আগে কোন ধরনের বেনারসি আপনার পছন্দ, বা কী ধরনের বেনারসি কিনতে চাইছেন তা আগে থেকেই ঠিক করে রাখুন। দোকানে গিয়ে একাধিক ধরনের শাড়ি দেখলই বিব্রত হবেন।
  • বিয়েতে লাল রঙের বেনারসি তো সকলেই পরেন। সবারনজর কাড়তে উজ্জ্বল জমকালো রং ছেড়ে প্যাস্টেল শেডের শাড়ি বেছে নিতে পারেন।
  • নিজের শারীরিক গঠন অনুযায়ী বেনারসি কেনা উচিত। শরীরের গড়ন লম্বা ও ছিপছিপে হলে ভারী কাজের চওড়া পাড়ের শাড়ি পরতে পারেন। কিন্তু আপনার উচ্চতা কম হলে, কিংবা চেহারা যদি একটু ভারী হয়, তা হলে সরু পাড়ের হালকা কাজের শাড়ি দেখতে সুন্দর লাগবে।
  • বাজারে ৫ হাজার থেকে ৫০ হাজারের বেনারসি পাওয়া যায়। এর থেকেও বেশি দামের বেনারসি পছন্দ করছেন কেউ কেউ। কেনাকাটা শুরুর আগেই শাড়ির বাজেট ঠিক করে ফেলুন। দোকানে গিয়ে সে দামের মধ্যেই বেনারসি দেখতে শুরু করুন, পছন্দ করতে সুবিধা হবে।
  • অনলাইন থেকে কেনাকাটা করলেও বেনারসি কিন্তু দোকানে গিয়েই কেনাই ভালো। নেটমাধ্যমে শাড়ি দেখে পছন্দ করা আর সেটা নিজের গায়ে দিয়ে দেখার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আপনাকে ছোট নকশার কারুকাজ মানাবে না কি বড় বুট ভালো লাগবে পড়ে না দেখলে তা বোঝা মুশকিল।
Link copied!