• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

এয়ারকুলারের সুবিধা ও অসুবিধা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৪, ২০২৩, ০৫:১৫ পিএম
এয়ারকুলারের সুবিধা ও  অসুবিধা

গরমের এমন তাপদাহে এসির পরিবর্তে অনেকেই ঘরে এয়ারকুলার ব্যবহার করছে। কিন্তু এই যন্ত্রটির সঙ্গে পরিচিত নন এমনও অনেকে আছেন। তাই চলুন এয়ার কুলার সম্পর্কে বিস্তারিত জেনে নেবো—


এয়ার কুলার কি
এয়ার কুলার একটি কৃত্রিম ডিভাইস, যেটি পানিকে বাষ্পে পরিণত করে, ঠান্ডা বাতাস সরবরাহ করে। এবং এই কারণে ঘরের গরম তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়ে, ঠান্ডা বা শীতল হয়। প্রচণ্ড গরমের কারণে ঘরকে ঠাণ্ডা রাখতে এয়ার কুলার এর ব্যাবহার করা হয়। এয়ার কুলারের মধ্যে একটি পানির ট্যাংক থাকে। সেখানে পানি দিয়ে ভর্তি করে চালু করলে, কুলারের পাখাটি ঘুরতে থাকবে। এবং ধীরে ধীরে ট্যাংকে থাকা পানি বাষ্পে পরিণত হয়ে, ঘর শীতল করবে। যার মাধ্যমে প্রচণ্ড গরমেও, ঘরের মধ্যে আরামদায়কভাবে থাকা যায়।

 

এর সুবিধা অসুবিধা

সুবিধা

  • এয়ার কন্ডিশনারগুলির তুলনায় অনেক কম ব্যয়বহুল
  • কোনোরকম ইনস্টলেশনের ঝামেলা নেই
  • বাড়ির মধ্যে কম জায়গা দখল করে থাকে
  • এয়ার কুলার এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে সরানো যায়
  • ভাড়া দিয়ে আয়ের রাস্তা খুলতে পারেন।
     

অসুবিধা

  • আর্দ্র অবস্থায় কাজ করে না
  • দুর্বল ভেন্টিলেশনে কাজ করতে ব্যর্থ হয়
  • এয়ার কন্ডিশনার এর মত শক্তিশালী নয়
  • হাঁপানি রোগীদের জন্য উপযুক্ত নয়
  • প্রতিদিন পানি বদলানোর ঝামেলা করতে হয়


এয়ার কুলার ব্যাবহারের নিয়ম
 

  • কুলিং প্যাডগুলি পরিষ্কার করুন। ব্যবহারের সঙ্গে সঙ্গে প্যাডগুলি ধুলো সংগ্রহ করে। আপনি সপ্তাহে একবার প্যাড পরিষ্কার করার জন্য একটি ব্রাশ ব্যবহার করতে পারেন।
  • পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে হবে এবং তাতে কোথাও কোনো ছিদ্র হয়েছে কিনা নিশ্চিত করে দেখাও গুরুত্বপূর্ণ।
  • আর্দ্রতা বাইরে ঠেলে ঘরে বায়ুচলাচল তৈরি করাও গুরুত্বপূর্ণ। এটি করার জন্য,ঘরের জানালা খুলতে হবে। এগুলো যাতে খুব বেশি চওড়া না হয় সেদিকে খেয়াল রাখুন। কারণ জানালা বেশি বড় হলে ঘরের তাপমাত্রা বাড়বে।
Link copied!