• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

মোবাইল চার্জে দিয়ে ‘বিদ্যুৎ চুরি’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৩, ১১:৩৬ এএম
মোবাইল চার্জে দিয়ে ‘বিদ্যুৎ চুরি’
ছবি: সংগৃহীত

অফিসে গিয়ে দেখলেন মোবাইল ফোনের চার্জ শেষ। রাতে মোবাইল চার্জে দিতে ভুলে গেলে যা হয় আরকি! ব্যাগে চার্জার ছিলো দেখে অফিসেই মোবাইল ফোনটি চার্জে দিলেন। এমন সময় বস এসে তা দেখে অফিসের বিদ্যুৎ চুরির অপবাদ দিলেন। কেমন লাগবে তখন?

এমন ঘটনাই ঘটেছে বলে জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটের এক ব্যবহারকারী।
এনডিটিভি প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, মেলোডিক-কোড-২৫৯৪ ইউজার নেম ব্যবহার করা সেই ব্যক্তি এক রেডিট বার্তায় জানান, “অফিসে মোবাইল ফোন চার্জে দেওয়ায় বস আজকে আমাকে তিরস্কার করেন। তিনি অভিযোগ করেন, আমি ব্যক্তিগত কাজে অফিসের বিদ্যুৎ চুরি করছি। আপনারা কী ভাবছেন? আমি সারাদিনে তেমন একটা মোবাইল ফোন ব্যবহার করি না। শুধু মাঝেমাঝে রাতে চার্জে দিতে ভুলে যাই।”

বলার অপেক্ষা রাখে না, রেডিট ব্যবহারকারীরা এই ঘটনায় ক্ষুব্ধ হন। 
এক রেডিট ব্যবহারকারী মন্তব্য করেন, “তোমার বস একটা হাঁদারাম। কোম্পানির বিদ্যুৎ ব্যবহার মানে যদি চুরি করা হয়, তবে নিশ্বাস নেওয়া হলো কোম্পানির বাতাস চুরি করা। আর পানি পান করলে তা হবে পানি চুরি করা।”    

আরেক ব্যবহারকারী মন্তব্য করেন, “বসকে বলুন যে আপনি অফিসে মোবাইল চার্জে দেবেন না, কিন্তু এই মোবাইলে আপনি অফিসের কোনো কল ধরবেন না। কারণ তখন কোম্পানি আপনার মোবাইলে কথা বলার সময় ও চার্জ চুরি করবে।”

আরেক মন্তব্যকারী বলেন, “আপনার বসকে বলুন টয়লেট ব্যবহার করে পানি ব্যবহার না করতে। তাতে কোম্পানির পানি চুরি করা হবে।”

Link copied!