আবহাওয়ার এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেমন ত্বকে বড় ধরণের পরিবর্তন আসে, তেমনি চুলেও বেড়ে যায় রুক্ষতা। তাই বিশেষ যত্নে রাখতে হয় চুল। কারণ বাতাসের আর্দ্রতা কমলে চুলেও এর প্রভাব পড়ে। চুল পড়ে যায়, মাথার ত্বক শুষ্ক-রুক্ষ হয়ে যায়। এর থেকে চুল বাঁচাতে ব্যবহার করুন ডিম। আর ডিমের সঙ্গে কী কী মেশাবেন চলুন জেনে নিই।
ডিম ও টক দই
এক কাপ দইয়ের সঙ্গে ১টি ডিমের কুসুম মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এই প্যাক চুলে লাগিয়ে ২০ মিনিট রেখে দিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। চুল থেকে আঁশটে গন্ধ বেরোলে শ্যাম্পু করে নিন।
ডিম ও অলিভ অয়েল
ডিমের কুসুমের সঙ্গে ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। ভালো করে ফেটিয়ে নিন। এর সঙ্গে হালকা গরম পানি মিশিয়ে পাতলা করে নিন। চুল শ্যাম্পু করার পর এই কন্ডিশনার পুরো চুলে লাগিয়ে কিছুক্ষণ রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। বিশেষ করে চুলের ডগাতে বেশি করে লাগাতে হবে। কারণ চুলের ডগা বেশি শুষ্ক হয়ে যায়। চুলের জেল্লা ফেরাতে দারুণ কাজ করে এই মিশ্রণ।
ডিম এবং মধু
ডিমের কুসুমের সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই মিশ্রণ চুলে ভালো করে লাগিয়ে নিন। দুইঘণ্টা পর ধুয়ে ফেলুন। এই প্যাক লাগালে রুক্ষ চুল নরম হবে।