আজকাল বেশির ভাগ মানুষরই অভিযোগ চুল পড়ে যাচ্ছে। এ সমস্যা থেকে মুক্তি পেতে কত কিছুই না ব্যবহার করেন তারা। তা সত্ত্বেও দিনের শেষে মুখভার সবারই। তাই আপনিও ব্যবহার করে দেখতে পারেন অনিয়ন অয়েল।চলুন জেনে নিই অনিয়ন তেল এর গুণাগুন জেনে নিই—
অনিয়ন তেলের উপকারিতা
- অ্যান্টি-অক্সিডেন্টে ভরা পিঁয়াজের রস মূলত চুল পড়ার সমস্যা দূর করে।
- নতুন চুল জন্মাতেও সাহায্য করে পিঁয়াজের তেল বা অনিয়ন অয়েল।
- অনিয়ন অয়েলে রয়েছে সালফার, যা চুলের ডগা ফাটার সমস্যাও দূর করে।
- চুলকে আরও ঘন, লম্বা, উজ্জ্বল করতে সাহায্য করে অনিয়ন অয়েল।
- প্রতিদিন অনিয়ন অয়েল ব্যবহারে দূর হতে পারে খুশকির সমস্যাও।
- শ্যাম্পুর আগে অনিয়ন অয়েল ব্যবহার করলে তা কন্ডিশনারের মতো কাজ করে। তার ফলে দূর হতে পারে চুলের শুষ্কতা।
যেভাবে ব্যবহার করবেন
হাতের তালুতে সামান্য কয়েক ফোঁটা অনিয়ন অয়েল নিন। ভালো করে স্ক্যাল্পে মাসাজ করুন। কমপক্ষে ১৫ মিনিট রেখে দিন। কয়েক ঘণ্টা রাখতে পারলে ফল মিলবে সবচেয়ে ভালো। আর তারপর অবশ্যই অর্গ্যানিক শ্যাম্পু ব্যবহার করুন। চটজলদি ফল পেতে চাইলে দু’দিন অন্তর অনিয়ন অয়েল ব্যবহার করুন। অনিয়ন অয়েলের সঙ্গে নারকেল তেল মিশিয়েও ব্যবহার করতে পারেন।








































