• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

হোটেলে থাকার আদবকায়দা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩, ০১:১৮ পিএম
হোটেলে থাকার আদবকায়দা
প্রতীকী ছবি

শীতের আবহাওয়া চলে এসেছে। আর এ সময়টাতে মানুষ দূরে কোথাও ঘুরতে যেতে পছন্দ করেন। কারণ বছরের শেষ দিকটা রোদের তাপ কম থাকার কারণে ঘুরে বেড়াতে বেশ আরাম লাগে। যাদের ঘোরাঘুরির নেশা আছে তারা তো কোনোভাবেই মিস করতে চান না ভ্রমণের সুযোগ। আর স্বল্পসময় হোক বা লম্বা সময় হোক, দূরে কোথাও গেলে তো রাতে মাথা গোঁজার আশ্রয়ের প্রয়োজন হয়-ই। সেক্ষেত্রে অবশ্যই হোটেল, মোটেল বা বাংলোতেই থাকতে হয়। তবে হোটেলে থাকারও কিছু আদবকেতা রয়েছে। আজ জানিয়ে দেব হোটেলে থাকার তেমনই কিছু আদবকেতা। সেখানে কী করা যাবে আর কি কি যাবেনা। চলুন জেনে নিই-

  • সবার আগে নিশ্চিত করুন যে হোটেলে উঠছেন সেটি নিরাপদ কি না। 
  • হোটেলের রুম বুক করার সময় বা পরে রিসিপশনে ভ্রমণ সঙ্গীর সংখ্যার ব্যাপারে সবসময় সৎ থাকুন। 
  • নিজের আড্ডার আনন্দ যেন পাশের রুমের অন্যদের বিরক্তির কারণ না হয় খেয়াল রাখুন। 
  • পাবলিক প্রপার্টির প্রতি শ্রদ্ধাশীল থেকে হোটেল রুম নিজে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছনতা বজায় রাখুন। 
  • রুম থেকে বের হওয়ার সময় অবশ্যই রুমের লাইট, ফ্যান, এসি, টিভি, হেয়ার ড্রায়ার ইত্যাদি যন্ত্রের মেইন সুইচ বন্ধ করে যান। 
  • বুফে নাস্তার ব্যবস্থা থাকলে নিজের ধারণ ক্ষমতার বেশি খাবার নিয়ে নষ্ট করবেন না।
  • যত ভালো মানের হোটেল ও বিলাসবহুল হোটেল হোক ছারপোকা আছে কিনা ভালো করে পরখ করে নিন। ছারপোকা থাকলে কতৃপক্ষকে জানান।
  • নির্ধারিত সময়ের আগে রুমে যেতে চাইলে হোটেল রিসিপশনে সেটি জানিয়ে রাখুন। 
  • শিশুরা স্বাভাবিক ভাবেই চঞ্চল হয়। অনেক আপনার শিশুর জন্য যেন হোটেলের কোন দুর্ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখুন।
  • কেউ দরজায় নক করলে আগে যাচাই করে নিন তারপর খুলুন।
  • হোটেলের জিনিস ব্যবহারে সতর্ক থাকুন। প্রয়োজনের বাইরে কোনোকিছুই ব্যবহার করবেন না। 
  • যত দামিই হোক হোটেলের লাইনের পানি খাবেন না। পানিবাহিত রোগ থেকে নিজেকে সুরক্ষিত রাখুন।
  • যেখানে সেখানে বা চেক-ইনের সময় আপনার হোটেলের রুম নম্বরটি নিজে উচ্চারণ করবেন না। নিরাপত্তার জন্য রুমের নম্বর গোপন রাখুন
  • নিজের অতিবান মূল্যবান জিনিসপত্র হোটেলরুমে রেখে বাইরে যাবেন না।
  • চেক আউটের সময় অবশ্যই হোটেল স্টাফদের ধন্যবাদ জানান।
Link copied!