• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

অন্তর্বাস ব্যবহারে যে ভুল করা যাবে না


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২২, ০১:৩২ পিএম
অন্তর্বাস ব্যবহারে যে ভুল করা যাবে না

নারীদের পোশাকের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অন্তর্বাস। ফিটনেট ঠিক রাখা, লজ্জা নিবারণের জন্য অন্তর্বাস নারীদের নিত্যসঙ্গী। আকারে ছোট্ট হলেও এর গুরুত্ব অনেক। এটি ছাড়া অন্য কোনও পোশাক পরলেও ফুটে উঠবে না। ফিগার শেইপ সুন্দর রাখতে অন্তর্বাস প্রতিনিয়তই ব্যবহার করতে হয়। একটি সুন্দর অন্তর্বাস স্তনের গঠনকে সুগঠিত রাখে। তবে অন্তর্বাস ব্যবহারেও কিছু টেকনিক রয়েছে। তাই অন্তর্বাস কেনার আগে কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখতে হয়। তাছাড়া অন্তর্বাস ব্যবহারেও কিছু নিয়ম রয়েছে। যা অনেক নারীরই অজানা।

  • অন্তর্বাস কেনার সময় প্রথমে যা খেয়াল করতে হবে তা হলো এটির গুণগত মান। উন্নতমানের ফেব্রিক দিয়ে বানানো হয় এমন অন্তর্বাস ব্যবহার করুন।
  • অন্তর্বাস যেন মোটা কাপড়ের না হয়। এতে বেশি ঘাম হবে। যা থেকে র্যাশ বা চুলকানি হতে পারে। 
  • নিজের বক্ষদ্বয়ের আকার অনুযায়ী সঠিক অন্তর্বাসটি বেছে নিন। আকার অনুযায়ী অন্তর্বাস না পরলে বক্ষদ্বয়ের শেইপ নষ্ট হয়ে যেতে পারে। 
  • অন্তর্বাস কেনার সময় খেয়াল রাখবেন তা যেন বেশি টাইট না হয়। টাইট অন্তর্বাস পরলে স্তনে নানা সমস্যা হতে পারে। তবে ঢিলে অন্তর্বাসও কিনবেন না। সঠিক মাপ অনুযায়ীই কিনুন। যদি আপনার ব্য়ান্ড সাইজ ঠিক হয়, তাহলে টাইট করার হুক-টি আটকানোর প্রয়োজন পড়ে না।
  • অন্তর্বাস কেনার আগে দেখে নিন সঠিক ব্যান্ড সাইজটি। তারপর খুঁজে বার করুন সঠিক মাপ। ইংরাজি ‍‍`এ‍‍` থেকে ‍‍`ডি‍‍` পর্যন্ত বিভিন্ন ধরণের কাপ সাইজ রয়েছে। সেই অনুযায়ী কিনে নিন। যেখানে এই মাপ থাকবে না সেখান থেকে না কেনাই ভালো।
  • অন্তর্বাসটি যেন আরামদায়ক হয় সেদিকেও খেয়াল রাখবেন। বেশি টাইট হলে নিশ্বাসে কষ্ট হবে। 
  • যেকোনও অন্তর্বাস বেশিদিন ব্যবহার করা উচিত হয়। অন্তত চার মাস পর পর তা বদলে ফেলুন।
  • অন্তর্বাসের ফিটিং আলগা হতে থাকলে ,তা না পরাই ভালো। পিঠের দিকে হুকের জায়গাটি নিচের দিকে নামতে থাকলে তা জলদি বদলে নিন।
  • প্যাডেড অন্তর্বাস ব্যবহারে আরও সতর্ক হতে হবে। এটির প্যাড বদলে নেওয়া উচিত।
  • অন্তর্বাস প্রতিদিন ধুয়ে নিবেন। অ্যান্টিসেপটিক তরল ব্যাবহার করে জীবাণুমুক্ত করে নিতে পারেন।
  • রাতে ঘুমানোর সময় অন্তর্বাস পরবেন না। এতে ঘুমের সমস্যা হয়। তাছাড়া এই অভ্যাসে বিভিন্ন রোগও হতে পারে।
  • পোশাকের সঙ্গে মানানসই অন্তর্বাস পরুন। পোশাকের সঙ্গে কোন ধরনের অন্তর্বাস যাচ্ছে তা দেখে কিনুন।
  • অন্তর্বাস ধোয়ার জন্য যেকোনও ধরণের সাবান ব্যবহা রা ঠিক নয়। এর জন্য় লিক্য়ুইড সোপ ব্যবহার করতে পারেন। 
Link copied!