• ঢাকা
  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২, ২৮ সফর ১৪৪৬

সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ০২:২৩ পিএম
সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার
কাজী হাবিবুল আউয়াল। ফাইল ফটো

রাজধানীর মগবাজার এলাকা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, “রাজধানীর মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে আজ দুপুরে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি দল।”

জানা গেছে, আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে গত ২২ জুন মামলা করে বিএনপি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান বাদী হয়ে এ মামলা করেন (মামলা নম্বর-১১)। মামলার মোট ২৪ জন আসামির মধ্যে কাজী হাবিবুল আউয়ালের নামও রয়েছে।

Link copied!