নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপ। আগ্রহীরা ৭ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম
আবুল খায়ের গ্রুপ।
পদের নাম
অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এ.এম.ও)।
শিক্ষাগত যোগ্যতা
স্নাতক বা সমমান পাস।
অভিজ্ঞতা
এফএমসিজি সেলসে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
দক্ষতা
চটপটে, উপস্থাপনায় দক্ষ হতে হবে। প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
বয়স
ন্যূনতম ২৪ থেকে অনূর্ধ্ব ৩২ বছর।
কর্মস্থল
সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।
বেতন
২২,০০০-২৬,০০০/-টাকা।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা নিজ নিজ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ নিম্নে প্রদত্ত তারিখ ও ঠিকানায় উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন।
২৫ জুন, ২৯ জুন, ২ জুলাই, ৬ জুলাই ২০২২ (সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা)
ঠিকানাঃ আবুল খায়ের গ্রুপ, নাভানা এফ এস কসমো, বাড়ি# ৪/বি (২য় তলা), রোড# ৯৪, গুলশান- ২, ঢাকা- ১২১২।
২৭ জুন, ৭ জুলাই ২০২২ (সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা)
ঠিকানাঃ আবুল খায়ের ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ৭/৮, নাসিরাবাদ আই/এ, বায়েজিদ (রুবি গেইট), চট্টগ্রাম।
মৌখিক পরীক্ষার শেষ সময়
৭ জুলাই, ২০২২।
সূত্র : বিডিজবস