• ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২, ১৮ মুহররম ১৪৪৬

স্বাস্থ্যঝুঁকিতে পড়তে যাচ্ছে ৮ কোটি মানুষ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০২:৫৩ পিএম
স্বাস্থ্যঝুঁকিতে পড়তে যাচ্ছে ৮ কোটি মানুষ

জলবায়ু পরিবর্তন কিংবা বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাবে আগামী এক দশকে ক্ষুধা, খরা ও বিভিন্ন রোগে ভুগবে কয়েক কোটি মানুষ মানুষ। জাতিসংঘের একটি খসড়া প্রতিবেদনে উঠে এসেছে এমন আশঙ্কার কথা।

কোভিড-১৯ মহামারির প্রভাবে এরই মধ্যে বিশ্বের অনেক দেশে স্বাস্থ্য বিপর্যয় চলছে। এদিকে জাতিসংঘের প্রতিবেদনের বরাতে এএফপি জানায়, আগামী এক দশকে অপুষ্টিসহ ও বিভিন্ন রোগে জনদুর্ভোগ আরও বাড়বে।

জাতিসংঘের ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের (আইপিসিসি) জানায়, প্রাণিজ খাদ্যের পরিবর্তে খাবারের জন্য উদ্ভিদের ওপর নির্ভরতা বাড়ানোর মাধ্যমে এই সংকট মোকাবেলা করা যেতে পারে। এ ধরনের পদক্ষেপ স্বাস্থ্যঝুঁকি কমাতে সাহায্য করবে। 

এছাড়া খাদ্যশস্যের উৎপাদন কমে যাওয়া, খাবারের পুষ্টিগুণ হ্রাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দরিদ্র দেশগুলোতে অসহায় মানুষকে মৃত্যুঝুঁকিতে ফেলছে বলেও সতর্ক করেছে আইপিসিসি। একটি শিশু বড় হয়ে ৩০ বছর বয়সের আগেই নানাবিধ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে।

বিপর্যয় মোকাবেলার জন্য কার্বন নিঃসরণ কমানো ও বৈশ্বিক উষ্ণতা মোকাবেলার কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!