মিয়ানমারের পূর্বাঞ্চলের কায়াহ রাজ্যে অন্তত ৩০জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন বলেছে, এ ঘটনার পর তাদের দুই কর্মী নিখোঁজ রয়েছে।
সেনাবাহিনী জানায়, শুক্রবার এলাকাটিতে অভিযান চালিয়ে বেশ কয়েকজন সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করেছে। এদিকে সেভ দ্য চিলড্রেনের দাবি, সেনা সদস্যরা লোকজনকে ধরপাকড়, আটক করেছে এবং হত্যার পর অনেকের মৃতদেহ পুড়িয়ে ফেলেছে। এসময় সেভ দ্য চিলড্রেনের কর্মীদের ব্যক্তিগত গাড়িতেও হামলা করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার মানবাধিকার সংগঠন কারেনি জানায়, রাজ্যের হাপ্রুসো শহরের মো সো গ্রামের কাছে সেনাবাহিনীর হাতে নিহত বাস্তুচ্যুত মানুষের পোড়া মৃতদেহের সন্ধান পায় তারা। এ ঘটনায় নিহতদের মধ্যে শিশু ও নারীরাও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফেব্রুয়ারী মাসে স্টেট কাউন্সেলর অং সান সু চি ও তার ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের সদস্যদের আটক করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এর পর থেকে মিয়ানমার জুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে।
গত কয়েক মাসে সামরিক বাহিনীর অভিযান ও বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে শিশুসহ শতাধিক মানুষ নিহত হয়েছে। আটক হয়েছে এক হাজারের বেশি।