• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ভারতে সাত মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ০১:৫৯ পিএম
ভারতে সাত মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৭ হাজার মানুষ। চলমান মহামারিতে গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ এটি। ২০২১ সালের মে মাসের পর এবারই এত বেশিসংখ্যক মানুষ আক্রান্ত হলেন।

এরই মধ্যে ২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৮৮ জন। এর মাধ্যমে দেশটির মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৬৩ লাখে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, আগের দিনের চেয়ে বুধাবার ৮৪ হাজার ৮২৫ জন বেশি আক্রান্ত হয়েছেন। ফলে বৃহস্পতিবার ভারতে করোনায় সুস্থতার হার কমে ৯৫ দশমিক ৫৯ শতাংশে নেমে এসেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩৮০ জনের মৃত্যু হয়েছে। আর দৈনিক সংক্রমণ হার বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ১১ শতাংশে।

মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রে নতুন করে ৪৬ হাজার ৭২৩ জন আক্রান্ত হন। রাজ্যের সংক্রমণ হার বেড়েছে ২৭ শতাংশ।

রাজ্যের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে, নতুন আক্রান্তদের মধ্যে ওমিক্রন শনাক্ত হয়েছে ৮৬ জনের। ফলে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৭।

এ ছাড়া দিল্লিতে ২৭ হাজার ৫৬১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে বুধবার। ২৪ ঘণ্টার আক্রান্তের হার বেড়েছে ২৯ শতাংশ।

Link copied!