ফিলিস্তিনের গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠী হামাসের অবস্থানে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আল-জাজিরা জানায়, শনিবার গভীর রাতে হামাসের রকেট উৎপাদন কেন্দ্র ও সামরিক চৌকিতে হামলা চালায় ইসরায়েল।
ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, গাজা থেকে রকেট ছোড়ার একদিন পর এর জবাবে পাল্টা হামলা চালিয়েছে তারা। রবিবার এক টুইট বার্তায় ইসরায়েল জানায়, “আমরা শুধুমাত্র গাজায় হামাসের ঘাঁটিতে হামলা করেছি।
তবে শনিবার গাজা থেকে আসা রকেটগুলো ইসরায়েলে আঘাত করেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। হামাসের মুখপাত্র হাজেম কাসেম আল জাজিরাকে বলেন, ইসরায়েলের শুধুমাত্র কৃষি জমিতে হামলা করেছে।
এসময় ফিলিস্তিনিদের প্রতিরোধ করা হামাসের পবিত্র দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি। কাসেম বলেন, “আমাদের জনগণ ও আমাদের সার্বভৌম অঞ্চলের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব পালন করছি আমরা। যতক্ষণ না আমাদের জনগণের মুক্তি ও মূল ভূখণ্ডে প্রত্যাবর্তনের লক্ষ্য অর্জন হয় ততক্ষণ আমরা আমাদের প্রতিরোধে অটল থাকব।”
শনিবারের হামলায় এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।