• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

সন্তান নিতে অনাগ্রহী নারীরা, এবার ডিম্বাণু সংরক্ষণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০১:২১ পিএম
সন্তান নিতে অনাগ্রহী নারীরা, এবার ডিম্বাণু সংরক্ষণ
দক্ষিণ কোরিয়ায় একজন মাকে সন্তান জন্ম দেওয়ার জন্য ১ হাজার ৫১০ ডলার বা ২০ লাখ ওন নগদ দেওয়া হচ্ছে

দক্ষিণ কোরিয়ায় বেশ কিছুদিন ধরে শিশুর জন্মহার কমছে। এখন সেই হার আরও কমেছে। সিউল শহর কর্তৃপক্ষ এই সমস্যার সমাধানে নতুন পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ডিম্বাণু সংরক্ষণের জন্য বিশেষ ভর্তুকি দেওয়ার মতো সুবিধা চালু করা।

এর আগে গত বছর থেকে দক্ষিণ কোরিয়ায় একজন মাকে সন্তান জন্ম দেওয়ার জন্য ১ হাজার ৫১০ ডলার বা ২০ লাখ ওন (দক্ষিণ কোরিয়ার মুদ্রা) নগদ দেওয়া হচ্ছে।

এ ছাড়া অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসা খরচ মেটাতে নানান সুবিধা দেওয়া হচ্ছে।

এত এত সুবিধার ঘোষণা দিয়েও শিশু জন্মহার বাড়াতে পারছে না দেশটি। তাই এবার ডিম্বাণু সংগ্রহের এই উদ্যোগ।

গত বছর দেশটিতে নারীপ্রতি জন্মহার ছিল দশমিক ৭ শতাংশ। শিশুর জন্মহারের দিক থেকে বিশ্বের স্বল্পতম দেশের একটি এটি। দেশটিতে যে হারে বয়স্ক জনগণ বাড়ছে, সে তুলনায় জন্মহার কম হওয়ায় সেখানে দ্রুত জনসংখ্যা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় জন্মহার বাড়াতে সরকার নানা রকম প্রণোদনা ও উৎসাহ দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এর মধ্যে সাম্প্রতিক উদ্যোগ হচ্ছে সিউল শহর কর্তৃপক্ষের ডিম্বাণু হিমায়িত করে সংরক্ষণ করে রাখার প্রযুক্তিতে ভর্তুকি।

কোরিয়ায় নব্বইয়ের দশক থেকে ডিম্বাণু হিমায়িত করে রাখার প্রযুক্তি থাকলেও এত দিন এ বিষয়ে সচেতনতা ও চাহিদা কম ছিল। এখন এই প্রযুক্তির চাহিদা বাড়ছে।

Link copied!