• ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২, ২২ মুহররম ১৪৪৬

কেঁপে উঠল যুক্তরাষ্ট্র


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৯:৫৩ এএম
কেঁপে উঠল যুক্তরাষ্ট্র
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবারের (১৬ জুলাই) এ ভূমিকম্পের পর অঙ্গরাজ্যটির উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, স্থানীয় সময় ১২টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দ্বীপ শহর স্যান্ড পয়েন্ট থেকে প্রায় ৫৪ মাইল (৮৭ কিলোমিটার) দক্ষিণে এবং ২০ দশমিক ১ কিলোমিটার ভূঅভ্যন্তরে।

প্রতিবেদেন বলা হয়েছে, ভূমিকম্পের পর কর্তৃপক্ষ দক্ষিণ আলাস্কা এবং আলাস্কা উপদ্বীপের জন্য সুনামির সতর্কতা জারি করেছে। তবে দূরবর্তী অঞ্চলগুলোতে সুনামির সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

সুনামি সতর্কতা জারি এবং ক্ষয়ক্ষতির আশঙ্কার তথ্য নিশ্চিত করে আলাস্কার পামারে অবস্থিত জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, দক্ষিণ আলাস্কা এবং আলাস্কা উপদ্বীপ, কেনেডি প্রবেশদ্বার, আলাস্কা (হোমারের ৪০ মাইল দক্ষিণ-পশ্চিম) থেকে আলাস্কার ইউনিমাক পাস (উনালাস্কার ৮০ মাইল উত্তর-পূর্ব) পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলের জন্য এই সতর্কতা জারি করা হয়েছে।

আলাস্কা ভূমিকম্পগতভাবে সক্রিয় বলয়ের অংশের মধ্যে পড়ে। ১৯৬৪ সালের মার্চ মাসে এই অঙ্গরাজ্যে ৯.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যা উত্তর আমেরিকার ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

ওই ভূমিকম্প অ্যাঙ্কোরেজ শহরকে ধ্বংস করে দেয় এবং এর ফলে সুনামি আঘাত হানে।  তখন ভূমিকম্প এবং সুনামিতে ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

২০২৩ সালের জুলাই মাসে আলাস্কা উপদ্বীপে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এ ভূমিকম্পের পর কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Link copied!