• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫
প্রেসিডেন্ট নির্বাচন

ট্রাম্পের প্রধান রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর প্রার্থিতা ঘোষণা আজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০৫:৪৩ পিএম
ট্রাম্পের প্রধান রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর প্রার্থিতা ঘোষণা আজ

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের অন্যতম শক্তিশালী প্রার্থী রন ডিস্যান্টিস আজ (বুধবার) প্রার্থিতা ঘোষণা করবেন। আগামী নির্বাচনে রিপাবলিকান দল থেকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার দৌড়ে তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেবেন।

বুধবার (২৪ মে) তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, ডিস্যান্টিস আজ টুইটার আয়োজিত এক অনুষ্ঠান থেকে নিজের প্রার্থিতার ঘোষণা দেবেন। ওই অনুষ্ঠানে টুইটারের মালিক ইলন মাস্কও উপস্থিত থাকবেন। জুন মাস থেকে আর্লি ভোটিং স্টেটগুলো সফর শুরু করবেন ডিস্যান্টিস।

ডিস্যান্টিস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে ট্রাম্পের প্রার্থিতা নিশ্চিত করার জন্য বড় ঝুঁকি সৃষ্টি হবে। এরমধ্যে ট্রাম্প বিভিন্ন অনুষ্ঠানে ডিস্যান্টিসকে আক্রমণ করে বক্তব্য রেখেছেন।

রন ডিস্যান্টিস বর্তমানে ফ্লোরিডার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। রিপাবলিকান দলে তার শক্তিশালী অবস্থান রয়েছে। এ কারণে তার প্রার্থিতা ডোনাল্ড ট্রাম্পের জন্য মারাত্মকভাবে অস্বস্তির কারণ হয়ে দেখা দেবে।

দীর্ঘদিন ধরে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডিস্যান্টিসের প্রার্থিতার ঘোষণা নিয়ে জল্পনা চললেও তিনি এ ব্যাপারে একেবারেই মুখ খোলেননি। ডিস্যান্টিসকে কঠোর অভিবাসন-বিরোধী রাজনীতিক বলে গণ্য করা হয়।

Link copied!