• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

লোকসভা থেকে বহিষ্কার তৃণমূলের মহুয়া মৈত্র


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৩, ০৭:৩৮ পিএম
লোকসভা থেকে বহিষ্কার তৃণমূলের মহুয়া মৈত্র
মহুয়া মৈত্র পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর আসনের এমপি ছিলেন (ছবি সংগৃহীত)

ভারতের তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রর লোকসভার সদস্যপদ খারিজ করা হয়েছে। অর্থ ও দামী উপহারের বিনিময়ে একজন ব্যবসায়ীর পক্ষে পার্লামেন্টে প্রশ্ন করার অভিযোগে ‘এথিকস কমিটি’ মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করেছিল। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার (৮ ডিসেম্বর) বহিষ্কার করা হলো তাকে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আজ লোকসভায় ব্যাপক আলোচনা ও কণ্ঠভোটের পর স্পিকার ওম বিরলা বলেন, “মহুয়া মৈত্র অসৎ ও অনৈতিক কাজ করেছেন বলে (এথিকস) কমিটি যে সুপারিশ করেছে, তা গ্রহণ করছে সংসদ। অতএব একজন সংসদ সদস্য হিসেবে তার কার্যক্রম চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।”

মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারের সমালোচনা করে লোকসভায় প্রশ্ন করার বদলে শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে নগদ দুই কোটি রুপি এবং দামি উপহারসামগ্রী নিয়েছেন। যদিও শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছিলেন মহুয়া মৈত্র ও তার দল তৃণমূল কংগ্রেস।

সংসদ সদস্যপদ খারিজ হওয়ার প্রতিক্রিয়ায় লোকসভার বাইরে সাংবাদিকদের মহুয়া মৈত্র বলেন, “এথিকস কমিটি সব নিয়ম লঙ্ঘন করেছে। আমাকে হেনস্তা করার জন্য আগামীকাল দেখবেন আমার বাড়িতে সিবিআই পাঠানো হবে।”

৪৯ বছর বয়সী মহুয়া মৈত্র পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার কৃষ্ণনগর আসনের এমপি ছিলেন। 

Link copied!