• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

সার্জারি ক্লিনিকের আড়ালে ধর্ষণ, ইরানে ৩ জনের ফাঁসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৩, ১২:০৫ পিএম
সার্জারি ক্লিনিকের আড়ালে ধর্ষণ, ইরানে ৩ জনের ফাঁসি

ইরানে কসমেটিক সার্জারি ক্লিনিকের আড়ালে নারীদের ফাঁদে ফেলে চেতনানাশক ইনজেকশন প্রয়োগের পর ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ইরানের বিচারবিভাগ নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম মিজান অনলাইন বলছে, ২০২১ সালের শেষের দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানে যৌন নিপীড়নের ১২টি মামলায় তাদের দোষী সাব্যস্ত করা হয়।

হরমোজগানের প্রধান বিচারপতি মোজতবা ঘাহরামানির বলছে, প্রদেশের একটি অবৈধ বিউটি সেলুনে কয়েকজন নারীকে ধর্ষণ করেছিলেন অভিযুক্তরা। মঙ্গলবার সকালের দিকে হরমোজগানের বন্দর আব্বাস কারাগারে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ছিলেন। তিনি অনলাইনে ‘মিথ্যা বিজ্ঞাপন’ দিয়ে সাত ভুক্তভোগী নারীকে ওই ভুয়া ক্লিনিকে যেতে প্রলুব্ধ করেছিলেন। পরে ইনজেকশনের মাধ্যমে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে ওই নারীদের ধর্ষণ করেন তিনি। অপর দুই আসামির ফাঁসি পেশায় নার্স ছিলেন। তাদের বিরুদ্ধে ধর্ষণের পাঁচটি মামলার পাশাপাশি ওষুধ চুরির অভিযোগও ছিল।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বিশ্বে চীনের পর কেবল ইরানেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গত বছর ইরানে কমপক্ষে ৫৮২ জনকে ফাঁসি দেওয়া হয়; যা ২০১৫ সালের পর এক বছরে সর্বোচ্চ।

এদিকে সোমবার নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এ তথ্য জানিয়েছে, ২০২৩ সালের প্রথম ছয় মাসে কমপক্ষে ৩৫৪ জনকে ফাঁসি দিয়েছে ইরান। যা আগে বছরের তুলনায় দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের হার ৩৬ শতাংশ বেশি।

এ বছরের শুরুর দিকে আইএইচআর জানিয়েছিল, ইরান ২০২২ সালে ৫২৮টি মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যা ২০১৫ সালের পর থেকে ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ সংখ্যা। অন্যদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, ইরান চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ।

মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বরে মাহসা আমিনির মৃত্যুতে দেশটিতে বিক্ষোভ-আন্দোলন ছড়িয়ে পড়ে। নিকট ভবিষ্যতে এমন বিক্ষোভ ঠেকাতে ইরানে ভীতি ছড়াতে মৃত্যুদণ্ডের হার বাড়ানো হয়েছে। নারীদের জন্য পোশাকের কঠোর নিয়ম লঙ্ঘনের অভিযোগে আমিনিকে গ্রেপ্তার করেছিল নৈতিকতা পুলিশ।

Link copied!