‘জেন জি’ নেতৃত্বাধীন আন্দোলনে উত্তাল মাদাগাস্কার। ছবি: রয়টার্স
বিদ্যুৎ ও পানি সংকটকে কেন্দ্র করে ‘জেন জি’ নেতৃত্বাধীন আন্দোলনে উত্তাল মাদাগাস্কার। বিক্ষোভে সহিংসতার ঘটনার জেরে সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সোমবার জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট রাজোয়েলিনা বলেন, ‘সরকারের সদস্যরা যদি দায়িত্ব যথাযথভাবে পালন না করে থাকেন, তবে আমরা তা স্বীকার করছি এবং দুঃখ প্রকাশ করছি। আমি সরকারও বিলুপ্ত করছি।’ তরুণদের সঙ্গে আলোচনার আগ্রহও প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার রাজধানী আন্তানানারিভো থেকে শুরু হওয়া এ বিক্ষোভ বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক জানান, আটক ও মারধরের পাশাপাশি বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস, এমনকি সরাসরি গুলিও চালানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগে অন্তত ২২ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন।
বিক্ষোভে সহিংসতা ও লুটপাটের ঘটনায় রাজধানীতে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করেছে। জাতিসংঘ বলছে, নিহতদের মধ্যে শুধু বিক্ষোভকারীই নন, সাধারণ পথচারীও আছেন।
তবে মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের দেওয়া তথ্যকে প্রত্যাখ্যান করেছে। এই তথ্য ‘ভুল বা গুজবনির্ভর’ বলে দাবি করেছে মন্ত্রণালয়।
এর আগে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট। কিন্তু বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও পুরো সরকারের পদত্যাগ দাবি করেন। সোমবারও হাজারো মানুষ রাস্তায় নামলে প্রেসিডেন্ট জানান, তিনি প্রধানমন্ত্রীকে অপসারণ করেছেন এবং সরকার ভেঙে দিয়েছেন। তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন গ্রহণ করা হবে এবং পরবর্তী সময়ে নতুন সরকার গঠন করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।