• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২, ৯ রবিউস সানি ১৪৪৭

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপাইনে, নিহত ২৭


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০৮:৪৫ এএম
শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপাইনে, নিহত ২৭
ছবি : সংগৃহীত

ফিলিপাইনে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির মধ্যাঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে আঘাত হানা এ ৬ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। খবর রয়টার্সের

প্রতিবেদন বলছে, রাত ৯টা ৫০ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। এতে আহতের সংখ্যা ১৪০ জনের বেশি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে।

রয়টার্স জানিয়েছে, সেবু প্রদেশের সেবু শহরের উপকূলে কেন্দ্রীয় ভিসায়াস অঞ্চলের বোগো সিটির কাছে ভূমিকম্পটি আঘাত হানে। পুরো এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।  ১০০ বছরের বেশি পুরোনো একটি গির্জাসহ অনেক ভবন ধসে পড়েছে।

ফিলিপাইনের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সেবু প্রদেশে ৩৪ লাখ  মানুষের বাস। দেশের দ্বিতীয় ব্যস্ততম প্রবেশদ্বার ম্যাকটান-সেবু আন্তর্জাতিক বিমানবন্দর ভূমিকম্পের সময় চালু ছিল।

প্রতিবেদন বলছে, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা উত্তর সেবু। সান রেমিজিওর ভাইস মেয়র আলফি রেইনস উদ্ধারকারীদের জন্য খাবার ও পানির পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধারকর্মীদের সহায়তার জন্য ভারী সরঞ্জামের আবেদন করেছেন।

রেইনস ডিজেডএমএম রেডিওকে তিনি বলেন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং বিদ্যুৎ নেই। তাই আমাদের সত্যিই সাহায্যের প্রয়োজন। বিশেষ করে উত্তরাঞ্চলে সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর পানির অভাব দেখা দিয়েছে।

ফিলিপাইনে আগ্নেয়গিরির কার্যকলাপ এবং ভূমিকম্প অনেকটা সাধারণ। এরআগে গত জানুয়ারিতে দেশটিতে দুটি বড় ভূমিকম্প হয়। এতে অবশ্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ২০২৩ সালে ৬ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্পে দেশটিতে আটজন নিহত হন।

Link copied!