শুধু অভিনয় নয়, অনন্য জীবনবোধ ও ইতিবাচক বার্তার জন্যও আলোচনায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। মঞ্চ থেকে টেলিভিশন নাটক এবং বড় পর্দা—সবখানেই নিজের অভিনয় দক্ষতায় দর্শকপ্রিয়তা কুড়িয়েছেন তিনি। প্রথম নাটক ‘নট আউট’ দিয়ে যাত্রা শুরু করার পর আর পেছনে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন ভাবনা। সম্প্রতি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা ও জীবনদর্শন নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি, যা ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
ভাবনা লিখেছেন, আমি বুঝতে শিখছি যে প্রতিটি সংগ্রামের মধ্যেই কিছু শেখার আছে। কখনও কখনও সেই শিক্ষা আমাদের লক্ষ্যে পৌঁছাতে সহায়ক হয় এবং শক্ত হওয়ার কারণ যোগায়।
তিনি আরও বলেন, ভালো কিছু সহজে আসে না। বেশিরভাগ সময়েই জীবনে কিছু অর্জনের আগে সংগ্রাম করতে হয়। তাই মনে রাখা জরুরি—সংগ্রাম মানেই ব্যর্থতা নয়।
তার ভাষায়, এই মুহূর্তে হয়তো কেউ অভিজ্ঞতার কারণে হতাশায় ভুগতে পারেন। কিন্তু প্রতিটি অভিজ্ঞতাই একদিন শিক্ষা হিসেবে কাজে লাগবে।
ভাবনার এই বার্তা অনেক ভক্ত-অনুরাগীকে অনুপ্রাণিত করেছে। মন্তব্যের ঘরে অনেকেই জানিয়েছেন, তার এই জীবনদর্শন তাদের নতুনভাবে ভাবতে শেখাচ্ছে।