ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চিত্রনায়ক অনন্ত জলিল। বুধবার বিকেলে গণমাধ্যমে দেওয়া স্বাক্ষাতকারে তিনি জানান, খবরটি শুনে তিনি বিমর্ষ হয়ে পড়েন।
অনন্ত জলিল বলেন, জুবিন গার্গ মারা যাওয়ার সময় আমি চীনে ছিলাম। খবরটা শোনার পর ভীষণ কষ্ট পেয়েছি। স্কুবা ডাইভিং করতে গিয়ে এমন মৃত্যু সত্যিই হৃদয়বিদারক।
জুবিন গার্গ কণ্ঠ দিয়েছেন অনন্ত জলিল অভিনীত ‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমার জনপ্রিয় গান ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’-এ। আকাশের সুর করা এ গানটি প্রকাশের পরপরই ব্যাপক আলোচনায় আসে এবং অনন্ত জলিলকে নতুনভাবে পরিচিত করে।
নায়ক বলেন, দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে এখনো গানটা খুব জনপ্রিয়। শিক্ষার্থীরা অনুষ্ঠানগুলোতে গেয়ে থাকে, নাচও করে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশের তরুণ-তরুণীরাও গানটা গেয়েছে আমার সামনে। এই গানই আমাকে ফেমাস করেছে।
অনন্ত জলিলের ভাষায়, আমি যেখানেই গেছি, বিদেশের তরুণদের মুখেও শুনেছি ‘ঢাকার পোলা’ গান। তারা আমাকে অনুরোধ করেছে গানটি গাইতে কিংবা নাচ করতে। সত্যি বলতে এই গান একটা উন্মাদনার নাম হয়ে গেছে।
‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমায় অনন্ত জলিলের পাশাপাশি অভিনয় করেছিলেন তার স্ত্রী খাদিজা বর্ষা ও কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ রাজ্জাক।
অনন্ত জলিলের মতে, জুবিন গার্গের গাওয়া এই গান শুধু আমার ক্যারিয়ারেই নয়, বাংলাদেশের তরুণ সমাজের কাছেও এক আনন্দের প্রতীক হয়ে আছে। তার মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত।