• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

কর্কশ ডাকের জন্য মোরগকে জবাইয়ের নির্দেশ দিলেন আদালত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৩, ১১:৪৮ এএম
কর্কশ ডাকের জন্য মোরগকে জবাইয়ের নির্দেশ দিলেন আদালত

নাইজেরিয়ার একটি ম্যাজিস্ট্রেট আদালত উচ্চস্বরে ডাকাডাকির জন্য একটি মোরগকে আজ শুক্রবারের (৭ এপ্রিল) মধ্য জবাই করার নির্দেশ দিয়েছেন। মোরগটির কর্কশ ডাকাডাকিতে প্রতিবেশীরা শব্দদূষণের অভিযোগ আনলে দেশটির উত্তরাঞ্চলের শহর কানোর আদালত এই রায় দেন।

দেশটির সংবাদমাধ্যম প্রিমিয়াম টাইমস নাইজেরিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, মোরগটির ডাকাডাকিতে প্রতিবেশীরা বিরক্ত হয়ে পড়েছেন। দুই প্রতিবেশীর ঘুমও হারাম করেছে ওই মোরগ। ফলে প্রতিবেশীদের শান্তিতে ব্যাঘাত ঘটছে। তাই আদালত শুক্রবার মোরগটিকে জবাই করার জন্য এর মালিক ইসাকু সুআইবুকে এ আদেশ দিয়েছে।

ইউসুফ মাহমুদ নামের এক প্রতিবেশী আদালতকে বলেন, “মোরগটির কর্কশ ডাক তার শান্তির ঘুমে বাধা হয়ে দাঁড়িয়েছে।”

মোরগটির মালিক ইসাকু সুআইবু আদালতকে জানান, তিনি মোরগটি খ্রিষ্টীয় পর্ব দিবসের অনুষ্ঠানে জবাইয়ের জন্য কিনেছেন। তিনি মোরগটি জবাইয়ের জন্য আদালতের কাছে শুক্রবার পর্যন্ত সময়ও চান।

ম্যাজিস্ট্রেট হালিমা ওয়ালি ইসাকু সুআইবুর অনুরোধ রেখে এবং মোরগটি যাতে আশপাশের এলাকায় বিচরণ ও প্রতিবেশীদের বিরক্ত করতে না পারে, সে জন্য শুক্রবার পর্যন্ত মোরগটিকে খাঁচায় বন্দি করে রাখার নির্দেশ প্রদান করেন।

Link copied!