• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬

মরুর দেশগুলোর চেয়েও বাংলাদেশে গরম বেশি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৩, ০৪:৪৭ পিএম
মরুর দেশগুলোর চেয়েও বাংলাদেশে গরম বেশি

বাংলাদেশে এক সপ্তাহ ধরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। দেশের সাত বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তার ওপর রমজান মাস। এই প্রচণ্ড তাপপ্রবাহে শিশুসহ সবারই নাভিশ্বাস উঠে গেছে। রোদের তাপমাত্রা এতটাই বেশি যে গলে যাচ্ছে মহাসড়কের পিচও।

এমন তাপমাত্রা সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখা যায়। তবে বর্তমানে এর উল্টো চিত্র দেখা যাচ্ছে। শনিবার (১৫ এপ্রিল) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর তাপমাত্রার তুলনায় বাংলাদেশের তাপমাত্রা বেশি। সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। অর্থাৎ বাংলাদেশের তুলনায় রিয়াদ শীতল। যদিও মধ্যপ্রাচ্যের তাপমাত্রায় অঞ্চল ও শহরভেদে তারতম্য রয়েছে। পবিত্র মক্কা ও মদিনা নগরীতে এদিন যথাক্রমে তাপমাত্রা ছিল ৩৪ ও ৩০ ডিগ্রি সেলসিয়াস।

বৈশ্বিক আবহাওয়া পরিস্থিতির তথ্য প্রকাশ করা ওয়েবসাইট ওয়েদারডটকম থেকে জানা গেছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাজধানীর শনিবারের তাপমাত্রা ছিল তুরস্কের আঙ্কারায় ২০ ডিগ্রি সেলসিয়াস, সিরিয়ার দামেস্কে ২১, সৌদি আরবের রিয়াদে ২৫, কাতারের দোহায় ২৮, ওমানের মাসকাটে ৩১, ইরাকের বাগদাদে ২৩, ইরানের তেহরানে ১৭, মিসরের কায়রোতে ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

এদিকে কয়েক দিন ধরে তীব্র গরমে হাঁসফাঁস করছে সারা দেশের মানুষ। তীব্র আকার ধারণ করেছে তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে মৃত্যুরও খবর পাওয়া যাচ্ছে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে চুয়াডাঙ্গায়। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৪ সালে ঢাকার তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, দু-এক দিনের মধ্যে দেশের কিছু কিছু স্থানে বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে (সিলেট অঞ্চল) স্বল্প পরিসরে ঝড়-বৃষ্টি হতে পারে।

তবে আরও বড় পরিসরে ঝড়-বৃষ্টি শুরু হতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলেও জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তিনি আরও জানান, খুলনা বিভাগসহ ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবুল কালাম মল্লিক বলেন, এ সময়ের শেষের দিকে দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রাঙামাটিতে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। 

Link copied!