• ঢাকা
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১, ৬ রবিউল আউয়াল ১৪৪৬

তুরস্কে মন্ত্রণালয় ভবনের সামনে আত্মঘাতী বোমা হামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৩, ০৩:৫০ পিএম
তুরস্কে মন্ত্রণালয় ভবনের সামনে আত্মঘাতী বোমা হামলা
আত্মঘাতী বোমা হামলা দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন (ছবি : সংগৃহীত)

তুরস্কের রাজধানী আঙ্কারায় মন্ত্রণালয় ভবনের সামনে আত্মঘাতী বোমা হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। রোববার (১ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে এ হামলা চালানো হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় খবরটি নিশ্চিত করেছে বলে আল-জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে।

ওই প্রতিবেদনে জানা যায়, দুই হামলাকারীর একজন ওই বিস্ফোরণে নিহত হয়েছেন। আর অন্যজনকে হামলার চেষ্টার সময় ঠেকিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, দুই সন্ত্রাসী বাণিজ্যিকভাবে ব্যবহৃত হালকা ধরনের একটি বাহনে করে মন্ত্রণালয় ভবনের ফটকের সামনে হামলা চালায়। এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিয়েছেন। অন্যজনকে প্রতিহত করা হয়েছে। যার মানে দাঁড়ায়, ওই হামলাকারীও নিহত হয়েছেন।

হামলার পর আঙ্কারায় পার্লামেন্ট ভবন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গ্রীষ্মকালীন বিরতির পর পার্লামেন্ট অধিবেশন আবারও শুরু হচ্ছে। বেলা ২টার দিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ সব আইনপ্রণেতার পার্লামেন্টে থাকার কথা।

Link copied!