• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

‘খালিস্তানপন্থী’ অমৃতপাল গ্রেপ্তার এড়াতে বদলেছেন বেশভূষা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩, ০৩:৩৮ পিএম
‘খালিস্তানপন্থী’ অমৃতপাল গ্রেপ্তার এড়াতে বদলেছেন বেশভূষা

স্বাধীন শিখ রাষ্ট্র ‘খালিস্তানপন্থী’ নেতা অমৃতপাল সিংকে ধরতে ভারতের পাঞ্জাবজুড়ে পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এতো কিছুর পরও তাকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেপ্তার এড়াতে নিজের বেশভূষা বদলে ফেলেছেন তিনি।

শনিবার (২৫ মার্চ) ভারতীয় সংবামাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, ২০ মার্চ হরিয়ানার অমৃতসারের কুরুশ্রেষ্ঠা নামক একটি এলাকার সিসিটিভির ফুটেজে অমৃত পালকে শনাক্ত করে পুলিশ।

ভিডিওটিতে দেখা যায়, বিচ্ছিন্নতাবাদী এ নেতা চটি, কোট এবং বড় সানগ্লাস পরে একটি বাড়ি থেকে বের হয়েছেন। আবার কিছুক্ষণ বাদে ফিরে এসেছেন। ওই বাড়িটি তার এক নারী আত্মীয়ের বলে দাবি করেছে পুলিশ। অমৃতপালকে আশ্রয় দেওয়ায় ওই নারীকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অমৃতপাল সিং আগে শিখদের ধর্মীয় পোশাক পরে থাকলেও এখন তিনি সানগ্লাস ও কোট পরে ঘোরাফেরা করছেন। বর্তমানে তিনি দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছেন। গতকাল শুক্রবার সিং পুরোহিত সেজে একটি বাস স্টেশনে গিয়েছিল। বর্তমানে সেখানকার সিসিটিভির ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

দিল্লি এবং পাঞ্জাব পুলিশ শনিবার সকাল থেকে কাশ্মীরে গেটের আন্তঃরাষ্ট্রীয় বাস টার্মিনালে উপস্থিত ছিল এবং সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছে।

ভারতের পাঞ্জাবের অন্যতম নৃতাত্ত্বিক জনগোষ্ঠী শিখ সম্প্রদায়। যারা দীর্ঘদিন থেকে ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র ‘খালিস্তানের’ দাবিতে আন্দোলন করে আসছে। পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল, জম্মু-কাশ্মীর ও রাজস্থানের অংশবিশেষ নিয়ে প্রস্তাবিত এই স্বাধীন রাষ্ট্রের রাজধানী হিসেবে শিখদের পছন্দ চণ্ডীগড় শহর। এ নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে তারা। ওই আন্দোলন ‘খালিস্তানি’ আন্দোলন নামে পরিচিত।

১৯৮০-এর দশকের দিকে সেই আন্দোলন দমনে ভারত সরকার হাজার হাজার শিখ বিদ্রোহীকে হত্যা করেছিল। তাদের সেই আন্দোলন সেখানেই শেষ হয়ে গিয়েছিল। এরপর পেরিয়ে গেছে দীর্ঘ সময়। শিখদের পৃথক মাতৃভূমির স্বপ্নকে পুনরায় পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং।

অমৃতপালের বিরুদ্ধে গোষ্ঠী হিংসা ছড়াতে বিদ্বেষপূর্ণ ভাষণ দেওয়া, পুলিশকে আক্রমণসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তারও করা হয়েছিল। তবে শনিবার (১৮ মার্চ) থেকে পলাতক রয়েছেন তিনি।

Link copied!