• ঢাকা
  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২, ২৩ রবিউস সানি ১৪৪৭

শেষ বিদায়ের স্থানে রানি এলিজাবেথ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২, ০৯:০২ পিএম
শেষ বিদায়ের স্থানে রানি এলিজাবেথ
প্রাসাদে প্রবেশ করছে রানির দেহবাহী গাড়ি

প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন পৌঁছেছে উইন্ডসর ক্যাসলে। সুসজ্জিত প্রহরীরা ফুলেল পদযাত্রায় শেষবারের মতো বরণ করে নিয়েছেন প্রাসাদে। এখানেই তিনি শায়িত হবেন।

ওয়েলিংটন আর্চ থেকে রওনা হওয়ার সময় রানিকে দেওয়া হয় রাজকীয় স্যালুট। প্রায় ১২ হাজার সৈন্য নিয়ে আয়োজিত প্যারেডটি লম্বায় হয়েছিল এক মাইল।

উইন্ডসর প্রাসাদের আনুষ্ঠানিকতায় অংশ নেবেন প্রায় ৮০০ মানুষ। শেষ বিদায় জানানো হবে রানিকে। এর মধ্য দিয়ে শেষ হবে ১০ দিনের রাষ্টীয় শোক।

সন্ধ্যায় উইন্ডসর প্রাসাদে রানির কফিনের পাশে একান্ত কিছু সময় কাটাবেন রানির পরিবার। এরপর প্রাসাদের কবরস্থানে স্বামী প্রিন্স ফিলিপের পাশে শায়িত হবেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

Link copied!