• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি যত ছাত্র-শিক্ষক নিহত হলেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৩, ০৮:০৮ পিএম
ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি যত ছাত্র-শিক্ষক নিহত হলেন
গাজায় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া বাড়ির সামনে এক ফিলিস্তিনি। ছবি- সংগৃহীত

ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৩ হাজার ৭১৪ জন ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ হাজার ৭০০ জন ছাত্র।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের একটি বিবৃতির বরাত দিয়ে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজায় নিহত ছাত্রের সংখ্যা ৩ হাজার ৬৭৯ এবং আহত ৫ হাজার ৪২৯।

এছাড়া পশ্চিম তীরে নিহত হয়েছেন ৩৫ ছাত্র এবং আহত হয়েছে ২৭১ জন। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে ৮২ জনকে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ২০৯ জন শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬১৯ জন।

এছাড়া পশ্চিম তীরে দুজন শিক্ষক আহত হয়েছেন এবং গ্রেপ্তার করা হয়েছে ৬৫ জনকে। হেবরন, তুবাস, বেথলেহেম, অধিকৃত পশ্চিম জেরুসালেম, নাবলুস ও রামাল্লাহ থেকে এসব ফিলিস্তিনিদের আটক করা হয়। তবে জেনিনে অভিযান চালিয়ে ইসরাইলি বাহিনী কতজন ফিলিস্তিনিকে আটক করেছে তার তথ্য দিতে পারেনি গ্রুপটি।

সূত্র- আল জাজিরা।

Link copied!