• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

এবার ইরানে হামলা চালাল পাকিস্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৪, ১১:০৯ এএম
এবার ইরানে হামলা চালাল পাকিস্তান
সম্প্রতি পাকিস্তানে হামলা চালায় ইরান। ছবি : রয়টার্স

পাকিস্তানের অভ্যন্তরে একটি জঙ্গিগোষ্ঠীর সদর দপ্তরে ইরানের হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান পাল্টা জবাব দিয়েছে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে ইরানের ভেতর একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে কমপক্ষে ৭ নারী ও শিশু নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এই হামলা চালিয়েছে পরমাণু শক্তিধর এই দেশটি।

পাকিস্তানের একটি সামরিক সূত্র জানিয়েছে, পাকিস্তান ইরানের গভীরে সারাভান ও জালক এলাকায় বিমানবাহিনীর মাধ্যমে বেলুচ জঙ্গিদের ওপর হামলা চালিয়েছে।

সূত্রটি যোগ করেছে, ইরানের গভীরে পাকিস্তানি বাহিনী বেশ কয়েকটি স্থানকে লক্ষ্যবস্তু করেছে।

পাকিস্তানের সামরিক সূত্র আনাদুলু এজেন্সিকে জানিয়েছে, পাকিস্তান ইরানের অভ্যন্তরে বালুচিস্তান লিবারেশন আর্মি গোষ্ঠীর সাতটি অবস্থানে হামলা চালিয়েছে।

মিডিয়াকে তথ্য দেওয়ার জন্য অনুমোদিত নয়, এমন একটি জ্যেষ্ঠ গোয়েন্দা সূত্র এএফপিকে বলেছে, “আমি শুধু নিশ্চিত করতে পারি যে আমরা ইরানের অভ্যন্তরে পাকিস্তানবিরোধী জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে হামলা চালিয়েছি।”

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ইরানের বিমান হামলা নিয়ে দুই দেশের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। হামলার জবাবে বুধবার কড়া পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে পাকিস্তান। একই সঙ্গে পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকেও আপাতত ইসলামাবাদে না ফিরতে বলা হয়েছে।

বর্তমানে ইরানেই আছেন পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত। তার আর পাকিস্তানে ফেরার দরকার নেই বলে এক বিবৃতিতে জানিয়েছেন পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ।

মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিমান হামলা চালায় ইরান।তেহরানের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তানের বেলুচিস্তানে জইশ আল-আদল নামে এক সন্ত্রাসবাদী গোষ্ঠীর দুটি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

এর আগে ইরানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনায় এই জঙ্গিগোষ্ঠীটির হাত ছিল বলে দাবি করেছে তেহরান। তবে পাকিস্তান এ হামলার কড়া নিন্দা জানিয়েছে। হামলায় দুই শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছে বলে দাবি করেছে দেশটি।

তাদের অভিযোগ, পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে ইরান। এ ঘটনা পাকিস্তানের ‘সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ।

ওদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির-আবদুল্লাহিয়ানের দাবি, তারা জঙ্গি ঘাঁটিতেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছেন, পাকিস্তানি কাউকে নিশানা করা হয়নি। সুইজারল্যান্ডের ডাভোস সম্মেলনে তিনি বলেন, “কেবল সন্ত্রাসীদেরই আঘাত করা হয়েছে।”

Link copied!