• ঢাকা
  • শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২, ৬ রবিউল আউয়াল ১৪৪৬

বিমান হামলায় হুতি প্রধানমন্ত্রী নিহত 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০২:৩১ পিএম
বিমান হামলায় হুতি প্রধানমন্ত্রী নিহত 
ইয়েমেনের সানায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ছবি: সংগৃহীত

হামলা চালিয়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাউইকে হত্যা করেছে ইসরায়েল। ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল জুমহুরিয়া এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী সানার বাসভবনে বিমান হামলায় রাহউইসহ তার কয়েকজন সহযোগী নিহত হন। এটি আগের দিনের হামলা থেকে আলাদা একটি হামলা ছিল, এতে প্রতিরক্ষামন্ত্রীসহ ১০ জন সিনিয়র হুতি মন্ত্রীকে লক্ষ্যবস্তু করা হয়।

ইয়েমেনের আরেক গণমাধ্যম আদেন আল ঘাদ বলছে, প্রধানমন্ত্রী রাহাউইসহ অন্যরা তাদের নেতা আব্দুল মালিক আল-হুথির পরিকল্পিত বক্তৃতা শুনতে জড়ো হয়েছিলেন। এ সময়ই হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইরান-সমর্থিত হুতিরা। সেইসাথে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করেও হামলা চালাচ্ছে তারা। এর জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলে আগ্রাসনের জন্য হুতিদের মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু।

Link copied!