• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

৪০ জিম্মির মুক্তির শর্তে ৭ দিনের যুদ্ধবিরতি চায় ইসরায়েল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩, ০১:৪১ পিএম
৪০ জিম্মির মুক্তির শর্তে ৭ দিনের যুদ্ধবিরতি চায় ইসরায়েল
গাজায় যুদ্ধ শুরুর পর স্বজনকে ফিরে পাওয়ার আনন্দ। ছবি-রয়টার্স

আবারও যুদ্ধবিরতিতে যেতে চায় ইসরায়েল। শর্ত এক সপ্তাহের যুদ্ধবিরতিতে ৪০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে। 

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের কাছে এমন প্রস্তাব পাঠিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।

যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়টি জানেন এমন দুইজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন সিএনএন এর রাজনৈতিক ও পররাষ্ট্রনীতি বিষয়ক বিশ্লেষক বারাক রাভিড।

জানা যায়, এ বিষয়ে প্রথমে সংবাদ প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’। দুই পক্ষের মধ্যস্থতাকারী কাতার যুদ্ধবিরতির প্রস্তাবটি হামাসের কাছে উপস্থাপন করছে বলে জানিয়েছেন বারাক রাভিড।

ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া গাজা উপত্যকার একটি বাড়ি। ছবি-সংগৃহীত

এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত হারজোগও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েল যুদ্ধবিরতিতে যেতে ইচ্ছুক। তবে এ বিষয়ে এখনো কোনো চুক্তি হয়েছে কিনা তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

হারজোগ সিএনএনকে বলেন, “আমি মনে করি এ বিষয়ে চুক্তি হয়েছে কি না তা বলার সময় এখনো আসেনি। তবে হামাস নতুন চুক্তিতে রাজি হয়নি”

তিনি বলেন, “তারা একটি স্থায়ী যুদ্ধবিরতি আশা করছে। কিন্তু আমরা আশা করছি, স্থল অভিযানে আমরা যা করছি, তার চাপে এবং কাতারের চাপের কারণে তারা একটি চুক্তি করতে রাজি হবে। তবে এই পর্যায়ে এখনো কিছু বলার সময় আসেনি।

অপরদিকে, হামাস স্পষ্ট করে বলেছে যে, যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তারা কোনা জিম্মিকে মুক্তি দিবে না।

সূত্র-সিএনএন।

Link copied!