• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

প্রাথমিকে আরবিসহ বিদেশি ভাষা নিষিদ্ধ করল ইরান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৩, ০৮:৫৭ এএম
প্রাথমিকে আরবিসহ বিদেশি ভাষা নিষিদ্ধ করল ইরান

ইরানে প্রাথমিক শিক্ষায় ইংরেজি, আরবিসহ সব ধরনের বিদেশি ভাষা শিক্ষা নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনার বরাত দিয়ে আরব নিউজ এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা মাসুদ তেহরানি-ফারজাদ বলেন, “কিন্ডারগার্টেন, নার্সারি স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ে বিদেশি ভাষা শেখানো নিষিদ্ধ। কারণ, এ বয়সে শিশুর ইরানি পরিচয় তৈরি হয়। বিদেশি ভাষা শিক্ষার ওপর নিষেধাজ্ঞা শুধু ইংরেজির ওপর নয়, আরবিসহ অন্য ভাষাগুলোর সঙ্গেও সম্পর্কিত।”

এর আগে ২০১৮ সালে প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি ভাষা শিক্ষা নিষিদ্ধ করেছিল ইরান। তবে মাধ্যমিক বিদ্যালয় থেকে ইংরেজি ভাষা পড়ানো হয়।

ফারসি ইরানের একমাত্র সরকারি ভাষা। সেপ্টেম্বরে সরকার ইরানি বা দ্বৈত নাগরিকত্বের শিক্ষার্থীদের আন্তর্জাতিক স্কুলে ভর্তি হতে নিষেধ করে বলেছিল, ইরানি শিশুদের দেশের স্কুল পাঠ্যক্রম অনুসরণ করার বাধ্যবাধকতা রয়েছে। এ সিদ্ধান্তের ফলে ফরাসি, জার্মান প্রতিষ্ঠানসহ তেহরানের কিছু আন্তর্জাতিক স্কুলে শিক্ষার্থীদের সংখ্যা হঠাৎ করে কমে যায়।

Link copied!