• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে নিহত ১১ পর্বতারোহী, নিখোঁজ ১২


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৩, ০২:০৬ পিএম
ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে নিহত ১১ পর্বতারোহী, নিখোঁজ ১২
সক্রিয় আগ্নেয়গিরি ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপি। ছবি: বিবিসি

বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপিতে অগ্ন্যুৎপাতে ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ছাড়া ১২ জন নিখোঁজ আছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

সোমবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, রোববার পশ্চিম সুমাত্রার আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। সে সময় ওই এলাকায় ৭৫ জন লোক উপস্থিত ছিলেন। কিন্তু এদের মধ্যে ২৬ জনকে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে পাডাং সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান আব্দুল মালিক জানান, যে ২৬ জনকে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি, তাদের মধ্যে তিনজনকে জীবিত এবং ১১ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। অগ্নুৎপাতের কারণে নিখোঁজ ১২ জনের সন্ধানে উদ্ধার অভিযানকে স্থগিত রাখা হয়েছে।

মাউন্ট মেরাপি ইন্দোনেশিয়ার সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি। রোববার অগ্ন্যুৎপাতের কারণে সেখানকার ৩ কিলোমিটার দূর পর্যন্ত ছাই ছড়িয়ে পড়েছে। এ ছাড়া গাড়ি, রাস্তা ছাইয়ে ঢেকে গেছে।

আগ্নেয়গিরি সংস্থা অনুযায়ী, প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ এ অবস্থিত ইন্দোনেশিয়াতে মাউন্ট মেরাপিসহ ১২৭টি আগ্নেয়গিরি সক্রিয় রয়েছে।

Link copied!