• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

মিয়ানমারের দক্ষিণাঞ্চলে ভূমিকম্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৯, ২০২৩, ০৩:১৬ পিএম
মিয়ানমারের দক্ষিণাঞ্চলে ভূমিকম্প

মিয়ানমারের দক্ষিণাঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। দেশটির আবহাওয়া ও জলবিদ্যা বিভাগ (ডিএমএইচ) এ কথা জানিয়েছে।

সোমবার (১৯ জুন) চীনের সংবাদমাধ্যম সিনহুয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থলটি আইয়ারওয়াদি অঞ্চলের পিয়াপন শহর থেকে ৭০ মাইল দক্ষিণ-পূর্বে।

ডিএমএইচের ভূমিকম্প বিভাগের উপপরিচালক ইন মায়ো মিন হতউই সিনহুয়াকে বলেন, “ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সমুদ্র তলদেশে। এতে সুনামির কোনো আশঙ্কা নেই। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৫-এর ওপরে হলে সুনামি হতে পারে।”

তিনি জানান, এ ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ইয়াঙ্গুন অঞ্চলের কতিপয় শহরের বাসিন্দারা হালকা ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানান।

ডিএমএইচ জানায়, সমুদ্র তলদেশের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানা ভূমিকম্পটি প্রাথমিকভাবে ১৫ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং ৯৬ দশমিক ৩৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে নির্ধারণ করা হয়।

Link copied!