• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, নিহত ৪


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০৮:৪৪ পিএম
ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, নিহত ৪

এবার মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪।  এতে অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে দেশটির পাপুয়া উপকূলে আঘাত হানে ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল জয়পুরা শহর থেকে দক্ষিণপশ্চিমে এবং কেন্দ্র ছিল ১০ কিলোমিটার গভীরে।  

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ভূমিকম্পে ভাসমান একটি ক্যাফে সাগরে ধসে পড়ে। তখন ক্যাফের ভেতরে আটকা পড়েন চার নারী। পরবর্তীতে তাদের সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এছাড়া ভূমিকম্পের আঘাতে জয়পুরার একটি শপিং মল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানেও কয়েকজন আহত হয়েছেন।

‘প্যাসিফিক রিং অব ফায়ার’র ওপর অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়া খুবই ভূমিকম্পনপ্রবণ। এর আগে, গত ১০ জানুয়ারি দেশটির তানিম্বার দ্বীপে আঘাত হেনেছিল ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প।

Link copied!