• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

মহামারির তিন বছর পর পর্যটকদের জন্য উন্মুক্ত হলো চীন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৩, ০৫:১৮ পিএম
মহামারির তিন বছর পর পর্যটকদের জন্য উন্মুক্ত হলো চীন

করোনাভাইরাস মহামারির কারণে ভিসা দেওয়া নিয়ে বিধিনিষেধ আরোপ শুরু করেছিল চীন। বুধবার (১৫ মার্চ) থেকে সব ধরনের ভিসা ইস্যু করার মাধ্যমে প্রক্রিয়াটি শুরু করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যদিও জিরো কোভিড নীতি গত ডিসেম্বরেই তুলে নিয়েছিল চীন। এবার ভিসা দেওয়া নিয়ে কড়াকড়ি না করার সিদ্ধান্ত নিল। ফলে পর্যটকসহ বিদেশিদের চীনে প্রবেশের পথ সুগম হলো।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছে, ১৫ মার্চ থেকে তারা সব ধরনের ভিসা দিতে শুরু করবে। এটাও জানানো হয়েছে, করোনার আগে চীনের যেসব জায়গায় ভিসা ছাড়াই বিদেশিরা ঢুকতে পারতেন, তারা আবার সেই সুবিধা পাবেন। এর মধ্যে হংকং, ম্যাকাওতে বসবাসকারী বিদেশি ও আসিয়ান দেশের নাগরিকরাও রয়েছেন। সাংহাইসহ চীনের বন্দরে বিলাসবহুল জাহাজ প্রবেশের অনুমতিও দেওয়া হয়েছে। ৪০টি দেশের ক্ষেত্রে গ্রুপ ট্যুরের অনুমতি দেওয়া হয়েছে। তবে এসব দেশের মধ্যে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার নাম উল্লেখ নেই।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বছর চীনের অর্থনীতি প্রায় অর্ধশতাব্দীর মধ্যে সবচেয়ে শ্লথ প্রবৃদ্ধির মুখোমুখি হয়েছে, এখন সীমান্ত খুলে দেওয়ায় পর্যটন খাত দেশটির ১৭ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে গতি আনতে সহায়তা করবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, যেসব বিদেশি ২০২০-এর ২৮ মার্চের আগে ভিসা পেয়েছিলেন এবং মেয়াদ এখনো আছে, তারাও চীনে প্রবেশ করতে পারবেন।

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, করোনা মহামারি শুরুর আগে ২০১৯ সালে চীনে ৬ কোটি ৫৭ লাখ বিদেশি পর্যটক গিয়েছিলেন।

প্রসঙ্গত, অন্য দেশগুলো আগেই তাদের করোনা-নীতি শিথিল করেছিল। অবশেষে চীনও সেই পথে হাঁটল।

Link copied!