কলকাতায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী বাংলাদেশের একক বইমেলা। সোমবার (৩ ডিসেম্বর) মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
কলকাতার কলেজ স্ট্রিট এবং কলেজ স্কয়ারজুড়ে এ মেলা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এতে অংশ নিচ্ছে বাংলাদেশের ৬৫টি প্রকাশনা সংস্থা।
প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন সন্ধ্যায় বইমেলার মঞ্চে অনুষ্ঠিত হবে সেমিনার, কবিকণ্ঠে আবৃত্তি, সংগীতানুষ্ঠান, নৃত্য, ও নাটক ইত্যাদি।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, বইয়ের চাহিদা চিরন্তন। সেই চাহিদা চিরদিন জেগে থাকবে আমাদের হৃদয়ে। এই বই তো আমাদের দুদেশের মধ্যে এক নতুন সেতু গড়ে তুলেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলকাতাস্থ বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস, প্রথম সচিব (বাণিজ্যিক) শামছুল আরেফিন, বাংলাদেশের পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি মাজহারুল ইসলাম, কলকাতা আন্তর্জাতিক বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স ও বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপধ্যায়, সম্পাদক সুধাংশু শেখর দে।