তাপমাত্রা-বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৯, ২০২৫, ০২:২৫ পিএম
তাপমাত্রা-বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে, যা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। অন্যদিকে শিগগিরই বৃষ্টির সম্ভাবনা নেই, উল্টো সারা দেশেই দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (৯ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর রংপুর, দিনাজপুর, নীলফামারী, রাজারহাট, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল, পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

শনিবার (১০ মে) সারা দেশে দিন-রাতের তাপামাত্রা সামান্য বাড়তে পারে। একই সঙ্গে সারাদেশে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

তবে রোববার (১১ মে) থেকে দেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

চতুর্থ ও পঞ্চম দিনেও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা দেখা যেতে পারে। তবে দেশের অধিকাংশ এলাকায় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।

Link copied!