যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে টিকটকের ওপর একটা মামলা চলছিল। নিষিদ্ধের বিরুদ্ধে করা সেই আবেদন শনিবার (১৮ জানুয়ারি) খারিজ করেছেন আদালত। ফলে রোববার (১৯ জানুয়ারি) থেকেই দেশটিতে নিষিদ্ধ হচ্ছে জনপ্রিয় এই অ্যাপটি।
এর আগে যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ পরিষদ ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’-এ টিকটকের বিরুদ্ধে বিল পাস করা হয়।
সেখানে বলা হয়, হয় টিকটককে যুক্তরাষ্ট্রে সঞ্চালনার জন্য ওই প্ল্যাটফর্ম বিক্রি করতে হবে বা মার্কিন দেশে ওই অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। এর জন্য টিকটককে ১৯ জানুয়ারি পর্যন্ত সময়সীমাও বেঁধে দেওয়া হয়।
এই বিলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয় টিকটক। তাদের আইনজীবীরা মার্কিন সরকাররা জানিয়েছিলেন যে, টিকটকের ওপর নিষেধাজ্ঞা আরোপ হলে তা যুক্তরাষ্ট্রে ওই প্ল্যাটফর্মের যে ১৭ কোটি ইউজার রয়েছে তাদের বাকস্বাধীনতার সুরক্ষার লঙ্ঘন করা হবে। তবে সেই চ্যালেঞ্জ আজ আদালত খারিজ করে দিয়েছেন।






































