• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৩ সেনা নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২১, ২০২৩, ০৪:০১ পিএম
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৩ সেনা নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তানে একটি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলায় তিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় একজন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে। দেশটির সামরিক বাহিনীর ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এসব তথ্য জানিয়েছে।

রোববার (২১ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার এক দল সন্ত্রাসী প্রদেশটির মার্গেট অঞ্চলে নিরাপত্তা বাহিনীর একটি চৌকিতে হামলা চালায়। অঞ্চলটির কয়লা খনিতে চাঁদাবাজি বন্ধ করতে সম্প্রতি চৌকিটি স্থাপন করা হয়েছিল।

বর্তমানে নিরাপত্তা বাহিনীর অভিযানের ফলে চাপে আছে সন্ত্রাসীরা। তারা এলাকাটি ছেড়ে পালিয়ে যাচ্ছে। বর্তমানে সেখানকার শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার সন্ত্রাসীদের অপচেষ্টা নষ্ট করে দিয়েছে নিরাপত্তা বাহিনী বলে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়।

আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, গত এক বছরে ৪৩৬টি সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৯৩ জন নিহত এবং ৫২১ জন আহত হয়েছেন। এ বছরে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানে সামগ্রিকভাবে ১৩৭ জন নিরাপত্তা কর্মী নিহত এবং ১১৭ জন আহত হয়েছেন।

Link copied!