• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

মর্টার শেল নিয়ে খেলতে গিয়ে প্রাণ হারাল ২০ শিশু-কিশোর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১০, ২০২৩, ১২:৩৩ পিএম
মর্টার শেল নিয়ে খেলতে গিয়ে প্রাণ হারাল ২০ শিশু-কিশোর

সোমালিয়ার লোয়ার শাবেল অঞ্চলে একটি মর্টার শেল বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই শিশু ও কিশোর। শুক্রবারের এ ঘটনায় ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

শনিবার (১০ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, শিশু ও কিশোররা খেলছিল এমন স্থানে অবিস্ফোরিত একটি মর্টার শেল বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের বেশির ভাগেরই বয়স ছিল ১০ থেকে ১৫ বছরের মধ্যে।

কোরিওলির ডেপুটি ডিসট্রিক্ট কমিশনার আবদি আহমেদ আলী বলেছেন, রাজধানী মোগাদিসু থেকে প্রায় ১২০ কিলোমিটার (৭৫ মাইল) দক্ষিণে কোরিওলি শহরের কাছে একটি অবিস্ফোরিত মর্টার শেল বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। তারা (শিশু ও কিশোর) মর্টার শেলটি নিয়ে খেলছিল, যা বিস্ফোরিত হয়ে ২০ জন মারা গেছে এবং অন্যরা আহত হয়েছে।

আবদি আহমেদ বলেন, “আমরা সরকার ও বিভিন্ন সাহায্য সংস্থাগুলোকে এসব এলাকা থেকে মাইন ও গোলা খুঁজে সেগুলো সরিয়ে ফেলার জন্য অনুরোধ করেছি।”

স্থানীয় বাসিন্দারা বলেন, সোমালিয়ার যুদ্ধরত দলগুলো এই শেলটি ফেলে গিয়েছিল।

দেশটির স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, শিশুরা একটি ফুটবল মাঠে অবিস্ফোরিত একটি মর্টার শেল নিয়ে খেলছিল। পরে সেটি বিস্ফোরিত হয়ে ২০ শিশু ও কিশোর মারা যায়।

Link copied!