ভ্লাদিমির পুতিন আগুন নিয়ে খেলছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৭ মে) আন্তর্জাতিক সংবাদ সংস্থা দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে কিয়েভে রাশিয়ার ব্যাপক বিমান হামলার পর ক্রেমলিন নেতাকে ‘পাগল’ বলে সম্বোধন করেন মার্কিন এই প্রেসিডেন্ট। পরে গতকাল মঙ্গলবার এরকমই এক ভাষায় পুতিনকে কটাক্ষ করলেন তিনি।
তার নিজস্ব মালিকানাধীন ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে ট্রাম্প বলেন, ‘ভ্লাদিমির পুতিন যা বুঝতে পারেন না তা হলো, যদি আমি না থাকতাম, তাহলে রাশিয়ার সঙ্গে ইতোমধ্যেই অনেক খারাপ ঘটনা ঘটে যেত।’
এদিকে সিএনএন এবং সেই সঙ্গে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্প এই সপ্তাহের শুরুতে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছেন।
তবে, এর আগে গত রোববার ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, তিনি মস্কোর উপর নিষেধাজ্ঞা বাড়ানোর বিষয়টি বিবেচনা করছেন।
এর আগে প্রায়শই পুতিনকে বিভিন্ন প্রশংসা করতেন ট্রাম্প। তবে কিয়েভের সঙ্গে অচলাবস্থার যুদ্ধবিরতি আলোচনায় মস্কোর অবস্থান নিয়ে ইতোমধ্যেই বেশ বিরক্তি প্রকাশ করেছেন ট্রাম্প।
আর এই সপ্তাহান্তে রাশিয়া যখন ইউক্রেনে রেকর্ড ড্রোন হামলা চালিয়ে কমপক্ষে ১৩ জনকে হত্যা করে, তখন এক রকমের ক্ষোভ আর হতাশা প্রকাশ করেন ট্রাম্প।
এদিকে গত রবিবার রাতে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবসময়ই খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার সঙ্গে কিছু একটা হয়েছে মনে হয়। তিনি একেবারে পাগল হয়ে গেছেন!’