• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ০২ জ্বিলহজ্জ ১৪৪৬

ঈদ কবে, জানাল সৌদি আরব-মালয়েশিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০৮:৫৫ এএম
ঈদ কবে, জানাল সৌদি আরব-মালয়েশিয়া
ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটিতে আগামী ৬ জুন (শুক্রবার) ঈদুল আজহা পালিত হবে বলে মঙ্গলবার জানিয়েছে সৌদি সুপ্রিম কোর্ট। সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

গালফ নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বুধবার (২৮ মে) জিলহজ মাসের প্রথম দিন। সে হিসেবে ৬ জুন (শুক্রবার) ঈদুল আজহা পালিত হবে। এ ছাড়া ওমানও জানিয়েছে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বুধবার জিলহজ মাসের প্রথম দিন, ৬ জুন (শুক্রবার) ঈদুল আজহা।

এদিকে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে এশিয়ার দেশ মালয়েশিয়া। দেশটি জানায়, মঙ্গলবার দেশটির আকাশের কোথাও হিজরি পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। বুধবার হবে জিলকদ মাসের শেষ দিন। আর আগামী বৃহস্পতিবার শুরু হবে পবিত্র জিলহজ মাস। সে হিসাবে ১০ জিলহজ অর্থাৎ আগামী ৭ জুন (শনিবার) দেশটিতে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। 

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে আরও বলা হয়, পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে ব্রুনেই ও ইন্দোনেশিয়াও। মঙ্গলবার আকাশের কোথাও হিজরি পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি বলে ঘোষণা দিয়েছেন ব্রুনেইয়ের সুলতান। সে ক্ষেত্রে বুধবার হবে জিলকদ মাসের শেষ দিন। আর আগামী বৃহস্পতিবার শুরু হবে পবিত্র জিলহজ মাস। সে হিসেবে দেশটিতে ১০ জিলহজ অর্থাৎ আগামী ৭ জুন (শনিবার) পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

তবে ইন্দোনেশিয়া জানিয়েছে, মঙ্গলবার হিজরি পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে দেশটিতে আগামী ৬ জুন (শুক্রবার) ঈদ পালিত হবে।

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহাহ কবে, জানা যাবে বুধবার। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে এদিন।

Link copied!