• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

মালয়েশিয়ায় এক কারখানা থেকে বাংলাদেশিসহ ১৮৪ প্রবাসী আটক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ১১:১১ এএম
মালয়েশিয়ায় এক কারখানা থেকে বাংলাদেশিসহ ১৮৪ প্রবাসী আটক

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যে অভিবাসন কর্তৃপক্ষের অভিযানে এক ব্যাটারি কারখানা থেকে ১৮৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নিলাই এলাকার ওই কারখানায় অভিযান চালায় নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগ।

বিভাগটির পরিচালক কেনিথ তান আই কিয়াং জানিয়েছেন, আটক ব্যক্তিদের মধ্যে ১৬৩ জন পুরুষ ও ২১ জন নারী। তাদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে। তারা বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান ও ইন্দোনেশিয়া—এই চার দেশের নাগরিক। তবে ঠিক কতজন বাংলাদেশি আছেন, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

পরিচালক জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বৈধ কর্মপারমিট ছাড়া কাজ করা বিদেশিদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। অনেকেই গ্রেপ্তার এড়াতে কারখানার ভেতরে লুকিয়ে পড়েন, কিন্তু শেষ পর্যন্ত সবাইকে আটক করা সম্ভব হয়।

আটকদের নেগেরি সেম্বিলানের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইমিগ্রেশন বিভাগ জানায়, আটক অভিবাসীদের বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে—ভ্রমণ নথির অনুপস্থিতি, মেয়াদোত্তীর্ণ অবস্থান, এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ ও ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘন।

মালয়েশিয়ায় সাম্প্রতিক মাসগুলোতে অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে, যেখানে বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় শ্রমিকদের একটি বড় অংশ নিয়মিতভাবে অভিযানের মুখে পড়ছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!