• ঢাকা
  • বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২, ৩০ রবিউস সানি ১৪৪৭

১৭ বছরের জনপ্রিয় টিকটকারকে গুলি করে হত্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৩, ২০২৫, ০৮:৫৬ এএম
১৭ বছরের জনপ্রিয় টিকটকারকে গুলি করে হত্যা
সানা ইউসুফ। ছবি : সংগৃহীত

১৭ বছর বয়সী এক জনপ্রিয় টিকটকারকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার পাকিস্তানের ইসলামাবাদের সুম্বল থানার জি-১৩ সেক্টরে এ ঘটনা ঘটে।


পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, জনপ্রিয় ওই টিকটকারের নাম সানা ইউসুফ। তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সুম্বল থানার পুলিশ জানায়, সানাকে তার নিজ বাড়ির ভেতরেই কে বা কারা খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে। হত্যাকারী বাড়ির ভেতরে ঢুকে সানাকে গুলি করে পালিয়ে গেছে বলে জানা গেছে।


সানা ইউসুফের মরদেহ ময়নাতদন্তের জন্য পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, এরই মধ্যে এ হত্যার তদন্ত শুরু হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, হত্যাকারী সানার বাড়িতে অতিথি সেজে প্রবেশ করেছিলেন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!